বাড়িতে ঢুকলেই ফোন খারাপ! অজানা কারণ ঘিরে রহস্য

৭ মাসে মোট ২৯ বার মোবাইল বদেলেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এখন দোকানদারও আর মোবাইল নিতে রাজি হচ্ছে না।

Updated By: Jan 15, 2018, 02:03 PM IST
বাড়িতে ঢুকলেই ফোন খারাপ! অজানা কারণ ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদন : বাড়ির সামনে বাঁশে ঝুলছে মোবাইল। কোনওভাবেই ঘরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার জো নেই। কারণ ঘরে নিয়ে গেলেই খারাপ হয়ে যাচ্ছে মোবাইল। শুনতে অবাক লাগলেও দীর্ঘ ৭ মাস ধরে এমন সমস্যাতেই জেরবার নদীয়ার দিলীপ মণ্ডল। ৭ মাসে মোট ২৯ বার মোবাইল বদেলেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

নদীয়ার মাঠপাড়ার বাসিন্দা দিলীপ মণ্ডল। মোবাইল তাঁর কাছে এক বিষম মাথব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ৭ মাস ধরে তিনি যখনই যে মোবাইল-ই কিনেছেন, তা নিয়ে ঘরে ঢোকার দুদিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে সেই মোবাইল। যন্ত্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘরের ভিতর নতুন করে ওয়্যারিং করিয়েছেন। ইলেকট্রিশিয়ান দেখে পরীক্ষা করিয়েছেন ঘরের সমস্ত বৈদ্যুতিন  সংযোগকে। কোথাও কোনও সমস্যা মেলেনি। এদিকে মোবাইল যন্ত্রণারও কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুন, রাত হতেই টালির চালে পড়ছে ইট, দিনেরবেলায় বাড়ি ভাঙচুর, পুরুষশূন্য এলাকা

৭ মাসে মোট ২৯ বার মোবাইল বদলেছেন দিলীপ। এখন দোকানদারও আর মোবাইল নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে মোবাইল নিয়ে আর ঘরের চৌকাঠ-ই পেরচ্ছেন না তিনি। বাড়ির বাইরে বাঁশ পুঁতে তাতেই মোবাইল টাঙিয়ে রেখেছেন দিলীপ মণ্ডল। আর রাত হলে মোবাইল গিয়ে রেখে আসছেন প্রতিবেশীর বাড়িতে।

.