মোবাইলে 'প্রস্তাব', ফাঁকা ক্লাসে ছাত্রীর সঙ্গে 'ঘনিষ্ঠ' হওয়ার চেষ্টা গানের শিক্ষকের
গত এক বছর ধরেই চলছিল এই জিনিস।
নিজস্ব প্রতিবেদন : এক বছর ধরে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল গানের শিক্ষকের বিরুদ্ধে। আরও অভিযোগ, ফাঁকা ক্লাসে ওই ছাত্রীর শ্লীলতাহানিরও চেষ্টা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামে ওই শিক্ষক।
অভিযুক্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরের হরিসভা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে গানের শিক্ষক। পাশাপাশি, তাঁর একটি মিউজিক অ্যাকাডেমিও আছে। সেখানেই গান শিখতে যেত ওই ছাত্র।
আরও পড়ুন, ফেসবুক আলাপে এক সন্তানের মায়ের সঙ্গে 'সম্পর্ক', মর্মান্তিক পরিণতি যুবকের
নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, গত এক বছর ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্যক্ত করছেন। বিভিন্ন সময়ে মোবাইলে মেসেজে করে তাকে নানা কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। সে সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায়, দিন দুয়েক আগে গানের স্কুলে তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায় সে।
আরও পড়ুন, বাড়ির অমতে প্রেম, বিয়ের ১২ বছর পর 'দাম্পত্য জীবনে'র মর্মান্তিক পরিণতি
পরে বাড়ি এসে সব কথা খুলে বলে ওই ছাত্রী। তারপরই হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকাকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি, বর্ধমান থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।