Murshidabad: কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ রানিনগরে, মৃত্যু কংগ্রেস কর্মীর!

মাঠের মধ্যে আটকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের চোটে ওই কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। 

Updated By: Feb 21, 2024, 02:27 PM IST
Murshidabad: কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ রানিনগরে, মৃত্যু কংগ্রেস কর্মীর!

সোমা মাইতি: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু এক কংগ্রেস কর্মীর। জখম হয়েছেন এক তৃণমূল কর্মীও। মৃতের নাম এনামুল হক মন্ডল। আহত তৃণমূল প্রার্থীর নাম বজলুর রহমান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরে।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে। রানিনগরের নজরণায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে , প্রথমে একদল কংগ্রেস কর্মী এক তৃণমুল কর্মীকে ব্যাপকভাবে মারধর করে। ওই তৃণমূল কর্মী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ, তারপরই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের লোকেরা পালটা একজোট হয়ে চড়াও হয় অভিযুক্ত কংগ্রেস কর্মীর পরিবারের উপর। 

অভিযোগ, তৃণমূলের লোকেরা অভিযুক্ত কংগ্রেস কর্মীর পরিবারের সদস্য এনামুল হক মন্ডলকে দোকানে ঢুকে মারধর শুরু করে। এমনকি সে পালিয়ে যেতে চাইলেও, তাকে মাঠের মধ্যে আটকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, ওই ঘটনাতেই মারধরের চোটে ওই কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। যদিও তৃণমূলের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, ওই ব্যক্তি স্ট্রোক হয়ে মারা গিয়েছে।

আরও পড়ুন, Nadia: পাইপ লাইন বসানো নিয়ে বচসা, মারধরে অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.