Municipal Election 2022 Result: পুরভোটে অনুব্রতর গড়ে সবুজ ঝড়ের মাঝেও জয়ী বাম

গোটা বীরভূম জেলায় একজন মাত্র বাম প্রার্থী জয়ী হয়েছেন। 

Updated By: Mar 2, 2022, 11:28 AM IST
Municipal Election 2022 Result: পুরভোটে অনুব্রতর গড়ে সবুজ ঝড়ের মাঝেও জয়ী বাম

নিজস্ব প্রতিবেদন : জেলায় চারদিকে সবুজ ঝড়। কিন্তু তার মধ্য়েই ঘটল 'উলটপুরাণ'! নিজের গড়েই 'হারের মুখ' দেখতে হল 'কেষ্টদা'কে। সারা জেলায় সবুজ ঝড়ের মধ্যেই একটি ওয়ার্ডে 'হারতে' হল অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal)। জিতলেন বাম প্রার্থী (Left Candidate)। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৫৩ ভোটে হারিয়ে জয় হাসিল (Municipal Election 2022 Result) করে নিয়েছেন তিনি।

বীরভূম জেলার রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড (Rampur Municipality)। সারা জেলায় বাকি সব ওয়ার্ডে জয়ের মুখ দেখলেও, রামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডটি বামেদের কাছে হারালেন অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। সেখানে জয়ী হয়েছেন বাম প্রার্থী (Left Candidate), সিপিআইএম-এর সঞ্জীব মল্লিক। তাঁর প্রাপ্ত ভোট ১,২৬৭। অন্যদিকে অপর দুই প্রার্থী আবদুল মালেক ওরফে সোহান পেয়েছেন ১,১১৪টি ভোট আর বিশ্বজিৎ দাস পেয়েছেন মাত্র ৫৭টি ভোট। গোটা বীরভূম জেলায় একজন মাত্র বাম প্রার্থী জয়ী হয়েছেন। তিনি সিপিআইএম-এর সঞ্জীব মল্লিক।  

সারা জেলায় সবুজ ঝড়ের মধ্যেই রামপুর পুরসভার (Rampur Municipality) ১৭ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীর জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলা রাজনৈতিক মহল। বীরভূম জেলায় মোট ৫টি পুরসভা রয়েছে। বাকি পুরসভাগুলির সবকটি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু রামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেই 'উলটপুরাণ'! যদিও পুরসভা ভোটের ফলাফলের নিরিখে বীরভূমের ম্যাচ ৫-০-তে জিতে নিয়েছেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুন, Municipal Election 2022 Result Live Updates: ১০৮ পুরসভার মধ্যে ৬৮ পুরসভা দখল তৃণমূলের, রাজ্যজুড়ে বিজয় উৎসব

Municipal Election 2022: স্ট্রং রুমের পিছনে লাগানো বাঁশের সিড়ি! জোর চাঞ্চল্য পুরুলিয়ায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.