Berhampore: গভীর রাতে কংগ্রেস প্রার্থীর দরজায় টোকা, খুলতেই চলল ৫ রাউন্ড গুলি

কংগ্রেসের তরফে অভিযোগ,  গুলি চালনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে

Updated By: Feb 10, 2022, 01:15 PM IST
Berhampore: গভীর রাতে কংগ্রেস প্রার্থীর দরজায় টোকা, খুলতেই চলল ৫ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদন: বহরমপুরে পুরভোটে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগকে আমল দিতে রাজী নয় শাসকদল।

গতকাল রাত এগারোটা নাগাদ বহরমপুরের(Berhampore) ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। গুলি এসে লাগে বাড়ির দরজায়। খবর পেয়ে চলে আসে পুলিস। আজও পুলিস টুম্পা সরকারের বাড়ি এসে টুম্বার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। 

কংগ্রেসের তরফে অভিযোগ,  গুলি চালনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। সামনেই পুরভোট। এই ওয়ার্ডে কংগ্রেসের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। নির্বাচনে কংগ্রেস ভালো ফল করতে পারে এই আশঙ্কাতেই কংগ্রসকে ভয় দেখানের চেষ্টা হচ্ছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, কংগ্রেসের ঘরোয়া কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে শাসকদলের কোনও যোগসাজস নেই।

আরও পড়ুন-আদরের রিওকে 'অপহরণে'র ৭২ ঘণ্টাতেই খুঁজে বের করল পুলিস, পরিবারের কোলে ফিরেই শুরু হুটোপুটি

টুম্পা সরকার(Tumpa Sarkar) বলেন, আমাদের আরও দুটো ওয়ার্ডে ভয় পেয়ে ভয় দেখিয়েছে ওরা। ওরা আমাদের ভয় পাচ্ছে। আমাদের বাইরের গেটে ধাক্কা দিয়ে কেউ ডাকাডাকি করছিল। তারপর দরজা খুলেই ৫ রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় হামলাকারী। এ একেবারে তৃণমূলের কাজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.