Siliguri: জোটের পক্ষে ফের সওয়াল; শিলিগুড়িতে বোর্ড গঠনে কংগ্রেসের সাহায্য নেব, ঘোষণা অশোক ভট্টাচার্যের

বামেরা সংখ্য়া গরিষ্ঠতা না পেলে যদি আমাদের সহযোগিতা চায় তাহলে অবশ্যই হাত বাড়িয়ে দেব। জানিয়ে দিলেন অধীর চৌধুরী

Updated By: Feb 13, 2022, 04:54 PM IST
Siliguri: জোটের পক্ষে ফের সওয়াল; শিলিগুড়িতে বোর্ড গঠনে কংগ্রেসের সাহায্য নেব, ঘোষণা অশোক ভট্টাচার্যের

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি পুরবোর্ড দখলে আত্মবিশ্বাসী সিপিএম। তবে প্রয়োজনে কংগ্রেসের সাহায্য নেব। জি ২৪ ঘণ্টার অনুষ্ঠানে জানিয়ে দিলেন সিপিএম নেতা ও শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

গতকাল ভোট দেওয়ার পর বেরিয়ে এসে অশোক ভট্টাচার্য(Ashok Bhattacharya) বলেন, 'মানুষ এবারও শাসকদলের বিরুদ্ধেই রায় দেবে। কারণ শাসকদলের ঔদ্ধত্য। ওদের মাতব্বরি, দম্ভের বিরুদ্ধেই মানুষ মত প্রকাশ করবে। শিলিগুড়ি করপোরেশনের নির্বাচনে বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং তারাই বোড গঠন করবে।' 

এদিকে, ভোটদানপর্ব মিটতেই জোটের পক্ষ সওয়াল করলেন অশোক ভট্টাচার্য। জি ২৪ ঘণ্টা-র অনুষ্ঠানে অশোকবাবু বলেন, ' আমরাই নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে শিলিগুড়িতে(Siliguri Municipal Corporation) বোর্ড গঠন করব। এটা আমাদের আশা। যদি আসন কিছু কম হয় তাহলে কংগ্রেসের সমর্থন আমরা নেব। এটা আমরা আগেই ঘোষণা করেছি। কংগ্রেস থেকেও এটা বলা হয়েছে যে ভোটের আগে কোনও সমঝোতা না হলেও ভোট পরবর্তী সমঝোতায় আমরা যাব। আমাদের রাজ্য কমিটি ও কেন্দ্রীয় কমিটির মত হল বিজেপি ও তৃণমূল বিরোধী সব শক্তিকে একত্রিত করা। স্বাভাবিকভাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হতেই পারে। এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও এই পুরসভা নির্বাচনে অনেক জায়গায় কংগ্রেসের বিরুদ্ধেও লড়তে হচ্ছে।'

আরও পড়ুন-দিনের পর দিন কটূক্তি, প্রতিবাদ করতেই বেধড়ক মারধর বিশেষভাবে সক্ষম কিশোরকে

পুরভোটে বাম ও কংগ্রেসের সার্বিক সমঝোতা হলে কি ভালো হত? জি ২৪ ঘণ্টার প্রশ্নের উত্তরে অশোক ভট্টাচার্য বলেন, 'অবশ্যই এটাই মনে করি। এমনকি শিলিগুড়িতেও ৪টি আসনে আমরা কংগ্রেসকে সমর্থন করছি। তবে সার্বিক সমঝোতা হলে ভালো হত। কেন তা হয়নি তার মধ্যে যাচ্ছি না। এতে দু'পক্ষই লাভবান হত।' 

বামেরা সংখ্য়া গরিষ্ঠতা না পেলে যদি আমাদের সহযোগিতা চায় তাহলে অবশ্যই হাত বাড়িয়ে দেব।  অশোক ভট্টাচার্যের মন্তব্যের পর জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Chowdhury)। সংবাদমাধ্যমে অধিরী চৌধুরী বলেন, 'আগেও বামেদের সমর্থন করেছিলাম। বামেরা যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় ও আমাদের সাহায্য চায় তাহলে একশোবার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.