বিজেপিতে গুরুত্ব পেতেই বেলুড় মঠে দীক্ষা মুকুলের!

Updated By: Sep 27, 2017, 12:33 PM IST
বিজেপিতে গুরুত্ব পেতেই বেলুড় মঠে দীক্ষা মুকুলের!
ফাইল চিত্র।

নিজস্ব প্রতিনিধি: বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এ ক'টা দিন পুজোর মধ্যেই থাকতে চান মুকুল রায়। প্রতিবারের মতো তাঁর বাড়িতে নিয়ম নিষ্ঠা মেনে হয় দুর্গাপুজো। তবে, এবারে পুজোর আবহে যেন ছড়িয়ে রয়েছে বিষাদের সুর। 'ধর্মপ্রাণ' মুকুল যদিও এসব মানতে নারাজ।

আরও পড়ুন- তৃণমূলকে শেষ চিঠি মুকুলের

মঙ্গলবার সস্ত্রীক মুকুলকে দেখা গেল বেলুড় মঠে। বেলুড় মঠে যাওয়াটা  পূর্বপরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তিনি।  সেখানে তিনি দীক্ষার আবেদনও করেছেন বলে জানা গিয়েছে। এরপরই রাজনীতি মহলে জোর জল্পনা, মুকুল কি আরও বেশি 'হিন্দুত্ব প্রমাণে' এই সিদ্ধান্ত নিলেন! মুকুল ঘনিষ্ঠ অনেকে বলছেন, "দাদার তো বিজেপিতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।" বিজেপির ডালে আবডালেও একই সুর। দলীয় সূত্রে খবর, লক্ষ্মীপুজোর  আগে কলকাতায় আসছে কৈলাস বিজয়বর্গীয় সহ এক দল শীর্ষ নেতৃত্ব। সেই সময় দিলীপ ঘোষদের সঙ্গে মুকুল-বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। সেখান থেকেই মিলতে পারে মুকুলের গ্রিন-সিগন্যাল। 

আরও পড়ুন-চাণক্য থেকে 'বুড়ো ভাম' - মুকুলের বিশ বছরের যাত্রাপথ

.