এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন মুকুল, জেনে নিন আসল কারণটা

Updated By: Oct 12, 2017, 01:11 PM IST
এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন মুকুল, জেনে নিন আসল কারণটা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দেওয়ার পর এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন মুকুল রায়। আগামিকাল শুক্রবার নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। মুকুলের কমিশন-যাত্রা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন - 'মুখ ঢেকে যায় গেরুয়ায়', বিজেপির রঙে ইউপিকে মুড়বেন যোগী

নির্বাচন কমিশনে মুকুল যদিও নতুন নয়। তৃণমূলের নানা দাবি দাওয়া নিয়ে বার বার নির্বাচন কমিশনে যেতে হয়েছে তাঁকে। তবে গত বুধবার তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ও রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর যদিও পরিস্থিতি বদলে গিযেছে। তবে মুকুলের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, আসন্ন উলুবেড়িয়া উপনির্বাচন ও রাজ্যের ২টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবি জানাতে কমিশনের দ্বারস্থ হচ্ছেন মুকুল। 

আরও পড়ুন - বিজেপির প্রতিবাদে 'রাহুল গান্ধীকে পরানো হল শাড়ি-ব্লাউজ'

তবে উদ্ভুত পরিস্থিতিতে মুকুলের নির্বাচন কমিশন নিয়ে চলছে নানা জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, নিজের রাজনৈতিক দলের নথিভুক্তিকরণ নিয়ে কথা বলতে কমিশনে যাচ্ছেন মুকুল। তবে তা মানতে নারাজ অনুগামীরা। 

.