শনিবার আরও বৃষ্টি, ম্যাপ দেখে বুঝে নিন আবহাওয়ার হালচাল

Updated By: Oct 20, 2017, 05:17 PM IST
শনিবার আরও বৃষ্টি, ম্যাপ দেখে বুঝে নিন আবহাওয়ার হালচাল

নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর পর ভাইফোঁটাতেও জারি থাকবে নাগাড়ে বৃষ্টি। অন্তত তেমনই পূর্বাভাস আবহাওয়া দফতর ও বেসরকারি আবহাওয়া সংস্থাগুলির। আড়াআড়ি ভাবে দক্ষিণবঙ্গকে পার করছে ওডিশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ। যার জেরে শনিবারও নাগাড়ে বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, লাগোয়া বীরভূম ও পূর্ব বর্ধমানে। বৃষ্টিপাতের পরিমাণ কমবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। 

উপগ্রহ চিত্র অনুসারে শুক্রবার বিকেল ৫টায় ওডিশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থান করছিল গভীর নিম্নচাপটি। পূর্বাভাস অনুসারে শুক্রবার রাতে সেটি আড়াআড়ি ভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ত্যাগ করে মুর্শিদাবাদে পৌঁছবে। শনিবার সকালে বাংলাদেশে ঢুকবে নিম্নচাপটি। এর জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার গোটা দিন ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে লাগোয়া বাংলাদেশেও। ক্রমশ শক্তি হারিয়ে সেটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হলেও বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে মেঘালয়ের কাছে অবস্থান করবে নিম্নচাপটি। যার জেরে শনিবার বিকেল থেকে উত্তর বঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে মেঘালয়ে। বৃষ্টি হবে উত্তরপূর্বের অন্যান্য রাজ্যগুলিতেও। 

শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টিতে জল জমেছে কলকাতার নিচু এলাকাগুলিতে। জল জমেছে জেলার বিভিন্ন জায়গাতেও। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গা থেকে প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে পড়ার খবর মিলেছে। এর জেরে আহত হয়েছেন ২ জন। বারাসত-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে ট্রেনের তার ছিঁড়ে দুপুরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। যার জেরে নাকাল হতে হয় যাত্রীদের।

 

.