ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল কালীপুজোর তোরণ, আহত ২

Updated By: Oct 20, 2017, 11:44 AM IST
ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল কালীপুজোর তোরণ, আহত ২

নিজস্ব সংবাদদাতা:  রাতভর ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল মধ্যমগ্রামে এক কালীপুজোর তোড়ণ। ঘটনায় আহত ২। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাত থেকেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। দমকা হাওয়াতেই শুক্রবার সকালে মধ্যমগ্রামের আমরা ক'জন ক্লাবের কালীপুজোর তোড়ণ ভেঙে পড়ে। দুই পথচারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে চোট গুরুতর নয় বলে জানিয়ে দিয়েছেন চিকিত্সকরা। আকস্মিক এই ঘটনায় বিড়ম্বনায় পুজো উদ্যোক্তরা। সন্ধে নামতেই প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীদের ঢল নামে মধ্যমগ্রামের ওই এলাকায়। সকাল হওয়ায় ওই এলাকা ফাঁকাই ছিল, ফলে বড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তরা। 

.