Narendra Modi In Bengal: ব্যারাকপুরের 'বিজয় সংকল্প সভা' থেকে বাংলাকে ৫ গ্যারান্টি দিলেন মোদী! কী সেই প্রতিশ্রুতি?

Modi In Bengal: রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে হল নরেন্দ্র মোদীর 'বিজয় সংকল্প সভা'। ব্যারাকপুরের সভা থেকে তিনি নানা ইস্যুতে মুখ খুললেন। তুললেন রামনবমী, সন্দেশখালি, শিক্ষা-দুর্নীতির প্রসঙ্গ। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি বাংলাকে দিলেন পাঁচ গ্যারান্টিও।

Updated By: May 12, 2024, 01:13 PM IST
Narendra Modi In Bengal: ব্যারাকপুরের 'বিজয় সংকল্প সভা' থেকে বাংলাকে ৫ গ্যারান্টি দিলেন মোদী! কী সেই প্রতিশ্রুতি?

মৌমিতা চক্রবর্তী: বাংলায় এসে বাংলার মাটিতে দাঁড়িয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। আজ, রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর হল নরেন্দ্র মোদীর 'বিজয় সংকল্প সভা'। ব্যারাকপুরের সেই সভা থেকে তিনি নানা ইস্যুতে মুখ খুললেন। তুললেন রামনবমী, সন্দেশখালি, শিক্ষা-দুর্নীতির প্রসঙ্গ। বাংলাকে দিলেন পাঁচ গ্যারান্টি। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'এবার প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়'! 'প্রথম বাঙালি পিএম'? কে বলে দিলেন এত বড় কথা?    

মঞ্চে উঠে মোদী বললেন, 'বিজেপি এবার ২০১৯ সালের থেকে বেশি সাফল্য পাবেই। বাংলাও বলছে 'আবার এক বার মোদী সরকার'। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রে প্রাকৃতিক শক্তি ও সম্ভাবনা আছে। কংগ্রেস আর ইন্ডিয়া জোটের দলগুলি পূর্ব ভারতকে পিছিয়ে রেখেছে। মোদী সেবার সুযোগ পেয়েছে। দেশের পূর্ব ভারতকে 'বিকশিত ভারতে'র রোল মডেল করব। রাস্তা-সহ সব কিছুরই আধুনিক নেটওয়ার্ক করা হয়েছে। আগামী ৫ বছরে আরও উন্নয়ন হবে পূর্ব ভারতে। আমি আপনাদের আশীর্বাদ চাই।'

তিনি আরও যোগ করেন, 'ইতিহাস রচনা সৃষ্টির এই জমি। তৃণমূল এর কী হাল করেছে? তৃণমূল-রাজ্যে জায়গায়-জায়গায় বোমা ইন্ডাস্ট্রি চলছে। বেআইনি অনুপ্রবেশকারী মদত পায় এখানে। নিজেদের ধর্মাচরণও এখানে ভুল। তৃণমূল এখানে রামের নামও নিতে দেয় না! বাংলায় তৃণমূল সরকার রামনবমী পালন করতে দেয় না! কংগ্রেস-বামও রামনবমীর বিরুদ্ধে। আপনারা বাম-কংগ্রেস-তৃণমূলের হাতে এই মহান দেশের দায়িত্ব দেবেন? তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোটে। তৃণমূলের বিধায়ক এখানে বলেছেন, হিন্দুদের ভাগীরথীতে বইয়ে দেবে! এত হিম্মত? এত সাহস? বাংলায় তুষ্টিকরণ চালায় ইন্ডিয়া জোট।'

প্রধানমন্ত্রী ব্যারাকপুর থেকে বলেন, 'এই দেশ দলিত, আদিবাসীদের উপরে অন্যায় করবে না। কংগ্রেস ওবিসি সংরক্ষণ মুসলিমদের দিয়ে দিয়েছে। বাংলার ভাই-বোন খুবই সতর্ক থাকুন। সিএএ-তে কারোর নাগরিকত্ব কাড়া হয় না। যাঁরা এর বিরোধিতা করছেন, তঁরা তা অসৎ উদ্দেশ্য নিয়ে করছেন।'

তৃণমূলকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, 'তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল। শিক্ষক-দুর্নীতি আপনারা সবাই জানেন। ওএমআর শিট, ফেক ইন্টারভিউ-- কী হয়েছে সবাই জানেন। মোদী এই লুটের পাই পয়সা হিসেব নেবে। কেউ ছাড় পাবে না। কোনো দুর্নীতিগ্রস্ত পার পাবে না, কেউ বাঁচতে পারবে না।'

এরপর মোদী সন্দেশখালি-প্রসঙ্গে ঢোকেন। তিনি বলেন,  'সন্দেশখালিতে কী হচ্ছে, সবাই দেখছে। তৃণমূল এখন নতুন খেলা শুরু করেছে। সন্দেশখালির মহিলাদের ভয় দেখাচ্ছে। তৃণমূলের গুন্ডাদের ভয় পাবেন না।'

শেষে ব্যারাকপুরের 'বিজয় সংকল্প সভা' থেকে নরেন্দ্র মোদী বাংলাকে ৫ গ্যারান্টি দিলেন। বললেন, 'বাংলাকে ৫ গ্যারান্টি  দিচ্ছি আমি। ধর্মের আধারে সংরক্ষণ হবে না। এসটি, এসসি, ওবিসি সংরক্ষণ কেউ নষ্ট করতে পারবে না। রামনবমী পালন করতে কেউ আটকাতে পারবে না। রামনবমী হবে। সিএএ আইন কেউ আটকাতে পারবে না।

আরও পড়ুন: Dilip Ghosh: 'দল যার-যার, ভোটার দিলীপ ঘোষেরই'! ভোটের ২৪ ঘণ্টা আগে জয় নিয়ে চূড়ান্ত আশাবাদী দিলীপ...

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী গতকাল, শনিবার ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। শহরে এসে তিনি রাজ ভবনে রাত্রিবাস করেন। সেখান থেকেই আজ, রবিবার সকালে সভার উদ্দেশ্য়ে বেরিয়ে যান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.