কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু, ঠাকুরবাড়িতে ডঙ্কা-বাঁশি বাজিয়ে উল্লাস ভক্তদের

মতুয়া অধ্যুষিত বনগাঁ কেন্দ্র  জয়ী হয়েছিলেন শান্তনু। তারপরেই শান্তনুকে মন্ত্রী করা দাবি জানিয়েছিলেন একাধিক মতুয়া নেতারা

Updated By: Jul 7, 2021, 10:03 PM IST
কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু, ঠাকুরবাড়িতে ডঙ্কা-বাঁশি বাজিয়ে উল্লাস ভক্তদের

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আগে মতুয়া মন জয় করতে অনেক কিছুই করেছিল বিজেপি। এমনকি বিরোধীদের অভিযোগ, মতুয়া ভোটের লক্ষ্যেই বাংলাদেশে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মভিটেয় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ঠাকুরবাড়ির ছোট ছেলে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করলেন মোদী। স্বাধীনতার পর থেকে এতবড় সম্মান আগে কখনও দেওয়া হয়নি। এমনটাই মনে করছেন মতুয়ারা।

আরও পড়ুন-আজ বাবুল-দেবশ্রী খারাপ হয়ে গিয়েছে, মন্ত্রিত্ব থেকে বাদ পড়ায় 'আক্ষেপ' Mamata-র       

বুধবার রাজ্যের ৩ বিজেপি সাংসদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। টিভিতে সেই শপথের অনুষ্ঠানে দেখে উল্লাসে মাতলেন ঠাকুরনগরের বাসিন্দারা। শান্তনুর মন্ত্রী হওয়ার খবর পেয়ে এদিন সকাল থেকেই ঠাকুরবাড়িতে ভীড় জমাচ্ছিলেন মতুয়া ভক্তরা।

সন্ধ্যায় শান্তনু ঠাকুর কে শপথ গ্রহণ করতে দেখে আনন্দে মেতে ওঠেন মতুয়ারা। মন্দিরে ডঙ্কা, বাঁশি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ফাটানো হয় বাজি।  তাদের বক্তব্য, 'পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর এক প্রতিনিধিকে মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। স্বাধীনতার পর এই প্রথম এত বড় সম্মান পেল মতুয়ারা।  দীর্ঘদিন ধরে মতুয়ারা নাগরিকত্ব নিয়ে যে আন্দোলন করছে সেটা এবার সফল হবে । আজকের দিনটি মতুয়ারা গর্বের দিন বলেই মনে করছে।'

আরও পড়ুন-দুপুরে যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা, রাতে প্রত্যাহার Saumitra-র   

গত লোকসভা নির্বাচনে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা ঠাকুরবাড়ি ছোট ছেলে শান্তনু ঠাকুরকে প্রার্থী করেছিল বিজেপি। মতুয়া অধ্যুষিত বনগাঁ কেন্দ্র  জয়ী হয়েছিলেন শান্তনু। তারপরেই শান্তনুকে মন্ত্রী করা দাবি জানিয়েছিলেন একাধিক মতুয়া নেতারা। এতদিনে সেই দাবি পূরণ হল।

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল পুনরায় ক্ষমতা দখল করে বাংলায় ৷ ভরাডুবি হয় বিজেপির। কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ৬ টি বিধানসভা আসনে জয়লাভ করে বিজেপি ৷
তারপরই শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়ার সম্ভাবনা আরো জোরাল হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.