জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আচমকা তল্লাশি, উদ্ধার মোবাইল ফোন-ছুরি-গাঁজা

মঙ্গলবার জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে সারপ্রাইজড ভিজিটে চলে ‌যান এআইজি কারা

Updated By: Jan 17, 2018, 09:53 AM IST
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আচমকা তল্লাশি, উদ্ধার মোবাইল ফোন-ছুরি-গাঁজা

নিজস্ব প্রতিবেদন: জেলে মোবাইল ফোন, গাঁজা, ছুরি। একেবারে জমিয়ে বসেছে বন্দিরা। দেখেশুনে আশ্চ‌র্য কারা কর্তা।

জলপাইগুড়ি সংশোধনাগারে তল্লাশি চালাতেই কয়েদিদের কাছ থেকে বেরিয়ে এল অসংখ্য মোবাইল ফোন, গাঁজা, ছুরি সহ অন্যান্য অনেক কিছু। দেখে আশ্চ‌র্য ও বিরক্ত এআইজি কারা। তিনিই আঙুল তুললেন কারা কর্মীদের দিকে।

মঙ্গলবার জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে সারপ্রাইজড ভিজিটে চলে ‌যান এআইজি কারা(নর্থ) কল্যাণ কুমার প্রামাণিক। টানা ৭ ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন ২৫টি মোবাইল, গাঁজা, ছুরি সহ বহু জিনিসপত্র।

আরও পড়ুন-বিনিয়োগে বাধা দিলে দলকেও রেয়াত নয়, বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে বার্তা মমতার

এআইজি কারা-র সংবাদ মাধ্যমে বলেন, ‘ভগবান তো উপর থেকে জেলে মোবাইল ফোন ফেলেন না। নিশ্চয় আমাদের কর্মীদের একাংশের গাফিলতি রয়েছে। তাদের গাফিলতিতেই এ জিনসি হচ্ছে।’

এদিকে প্রশাসনের একাংশ মনে করছে, জেলে সিসিটিভি না থাকায় ফয়দা নিচ্ছে বন্দি ও জেলকর্মীরা। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।

   

.