সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ? তদন্তে কোস্টাল থানা, উপকূলরক্ষী বাহিনী

Updated By: Aug 28, 2017, 11:51 PM IST
সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ? তদন্তে কোস্টাল থানা, উপকূলরক্ষী বাহিনী

দিঘা: দিঘার সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারেও কাটল না শব্দ ধন্দ। যন্ত্রাংশগুলি যুদ্ধবিমানের বলেই অনুমান বিশেষজ্ঞদের। অথচ সেনাবাহিনীর কাছে বিমান ভেঙে পড়ার কোনও খবর না থাকায় জল্পনা তুঙ্গে। তদন্তে কোস্টাল পুলিস, কোস্টগার্ড এবং বায়ুসেনা।

দিঘা উপকূল থেকে প্রায় ১৩০কিলোমিটার দূরে, মত্‍সজীবীদের জালে আটকে যায় ভারী কোনও বস্তু। ট্রলারে টেনে তোলার পর সকলেরই চক্ষু চড়কগাছ। মাছ নয়। জালে আটকেছে কোনও যন্ত্রের ভগ্নাংশ। তবে সেগুলো পুরনোই। মত অভিজ্ঞ মত্‍সজীবীদের।

ট্রলার শঙ্করপুরে ফেরার পর খবর পেয়ে সেখানে যায় কোস্টাল থানার পুলিস এবং উপকূলরক্ষী বাহিনীর অফিসাররা। প্রাথমিক ভাবে তাঁরাও মনে করছেন যে উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলি দু-তিন দিনের নয়। বরং চার মাস মাসের পুরনো।

শনিবার দিঘায় দু-দুবার আওয়াজের উত্‍স নিয়ে এখনও কোনও সূত্র মেলেনি। তার আগেই  নতুন  করে ধন্দ উস্কে দিচ্ছে সমুদ্রে পাওয়া ধ্বংসাবশেষ।  সেগুলি যদি যুদ্ধ বিমানের হয়, তাহলে যুদ্ধ বিমান ভেঙে পড়ার কোনও খবর বায়ুসেনার কাছে কেন নেই, তা  নিয়ে  চাপানউতর তুঙ্গে।

.