মেডিক্যাল কলেজে ভর্তির নামে ১২ লক্ষ টাকার 'জালিয়াতি', গ্রেফতার মহিলা-সহ ২

অভিযুক্ত শুভাশিস পাতি এবং নীতু রায়কে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। 

Updated By: Jul 10, 2021, 11:07 AM IST
মেডিক্যাল কলেজে ভর্তির নামে ১২ লক্ষ টাকার 'জালিয়াতি', গ্রেফতার মহিলা-সহ ২

নিজস্ব প্রতিবেদন: ভর্তির নামে প্রতারণার অভিযোগ উঠল মেডিক্যাল কলেজে ((Medical College)। ১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার ল্যাপটপ, বেশ কিছু ফোন ও নথি।অভিযুক্ত শুভাশিস পাতি এবং নীতু রায়কে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিস সূত্রে খবর, অভিযোগকারী অর্ণব ঘোষ দাস ঝাড়গ্রামের বাসিন্দা। 

সম্প্রতি তাঁর বাবা করোনা আক্রান্ত হন। সেই সময় অভিযুক্ত নিজেকে শুভাশিস আগরওয়াল পরিচয় দিয়ে ফোন করে। অর্ণবের মাকে বলা হয়, অর্থের বিনিময়ে তাঁর ছেলেকে মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়া হবে। তারপরেই ঝাড়গ্রামের বাড়িতে আসে অভিযুক্ত শুভাশিস। অনলাইনে ১২ লক্ষ টাকাও পাঠিয়ে দেন অর্ণব। 

আরও পড়ুন, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, সমর্থন করল ঘাসফুল শিবির

তারপর বাঁকুড়া মেডিক্যাল কলেজে আসতে বলা হয়। সারাদিন অপেক্ষা করার পরও দেখা মেলেনি শুভাশিসের। ফোনও সুইচ অফ বলতে থাকে। তাঁর সঙ্গে প্রতারণা হচ্ছে বুঝতে পেরেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার নেপথ্যে কোনও বড়চক্র জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

.