Mamata Banerjee: পঞ্চায়েত ভোটে নজরে নদীয়া; মমতা-মুকুল বৈঠক, আজ কৃষ্ণনগরে জনসভা তৃণমূলনেত্রীর

পঞ্চায়েত ভোটে নদীয়ায় কি মুকুলেই ভরসা রাখছেন তৃণমূলনেত্রী? রাজনীতির ময়দানে কি ফের সক্রিয় হচ্ছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। 

Updated By: Nov 9, 2022, 12:12 AM IST
Mamata Banerjee: পঞ্চায়েত ভোটে নজরে নদীয়া; মমতা-মুকুল বৈঠক, আজ কৃষ্ণনগরে জনসভা তৃণমূলনেত্রীর

সুতপা সেন; পঞ্চায়েত ভোটে তৃণমূলে নয়া সমীকরণ? ৩ দিনের সফরে নদীয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জেলায় পৌঁছেই আবার মুকুল রায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। আজ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে জনসভা। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুটি বৈঠকে আমন্ত্রণও পেলেন মুকুল।

নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলবন্দি। দীর্ঘদিন তৃণমূলের নদীয়া জেলার পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই জেলারই নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। এমনকী, চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় অভিযুক্ত তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহাও। পঞ্চয়েত ভোটে এবার নদীয়ায় কি মুকুলেই ভরসা রাখছেন তৃণমূলনেত্রী? রাজনীতির ময়দানে কি ফের সক্রিয় হচ্ছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন: Saumitra Khan: তৃণমূল বনাম আমরা সবাই, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের জোটবার্তা সৌমিত্র-র

এদিকে পঞ্চায়েত ভোটের যখন সিএএ ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি, তখন নদীয়ায় ভোটের ময়দানে বড় ফ্যাক্টর মতুয়ারা। জেলার ১৭টি বিধানসভা আসনেই ভোটারদের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের। রাজনৈতিক মহলের মতে, সিএএ ইস্যুর প্রভাব পড়বে মতুয়া ভোট ব্যাঙ্কে। 

নজরে নদিয়া
-------
জেলার ১৭ বিধানসভা আসনে ফ্যাক্টর মতুয়া ভোট
রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ আসনে ৪০ শতাংশ মতুয়া ভোট
শান্তিপুর ও চাকদহেও ফ্যাক্টর মতুয়া ভোট
কল্যাণী ও হরিণঘাটা বনগাঁ লোকসভার কেন্দ্রে অন্তর্গত
বনগাঁ, রানাঘাট লোকসভা বিজেপির দখলে
সীমান্তবর্তী এলাকায় ফ্যাক্টর নমঃশূদ্র ভোট
কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত ৫ বিধানসভা আসনে ফ্যাক্টর সংখ্যালঘু ভোট

২০১৮-র পঞ্চায়েত ভোটে নদীয়ায় ভালো ফল করেছিল তৃণমূল। কিন্তু ২০১৯ -র লোকসভা, এমনকী, একুশের বিধানসভায় বিজেপির সঙ্গে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বিধানসভার নিরিখে এখন ৯ আসন শাসকদলের দখলে, আর ৮ টি পদ্ম-শিবিরের। নদীয়ায় দলের গোষ্ঠীকোন্দল তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছে। ফলে আগামিকাল কৃষ্ণনগরের জনসভা থেকে কী বার্তা দেন মমতা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.