Molestation: ফের স্কুলে ছাত্রীর শ্লীলতাহানি? পুলিসের জালে এবার খোদ প্রধানশিক্ষক!
ধৃতকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে স্কুল শিক্ষককে ফোনে ঋণ শোধের জন্য হুমকি! আত্মহত্যা করলেন তিনি।
অনুপ মুখোপাধ্যায়: ফের স্কুলের ছাত্রীর শ্লীলতাহানি? অভিযোগ জানাতে গেলে পরিবারের লোকেদের হুমকি? স্কুলের প্রধানশিক্ষককেই এবার গ্রেফতার করল পুলিস। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ঘটনাস্থল, পুরুলিয়ার বলরামপুর।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রবীর দত্ত। বলরামপুরের গেরুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তিনি। অভিযোগ, সোমবার স্কুলে মিড-ডে মিল খাওয়ার পর যখন থালা রাখতে গিয়েছিল, তখন চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন প্রধানশিক্ষকই! বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের লোককে জানায় ওই ছাত্রী। এরপর স্কুলে গিয়ে অভিযুক্ত প্রধানশিক্ষককেই পাকড়াও করেন তাঁরা। স্রেফ অভিযোগ অস্বীকার করা নয়, ছাত্রীটির পরিবারের লোকদের তিনি রীতিমতো হুমকি দেন! শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
এর আগে, মালদহে স্কুলের ভিতরেই ৩ ছাত্রীর 'শ্লীলতাহানি' করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এক যুবক। তাকে বেঁধে বেধড়ক মারধর করেন অভিভাবক। স্কুল চত্বরে শুরু হয় বিক্ষোভ। ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি মালদহ শহরের তিন নম্বর গভমেন্ট কলোনি এলাকায়। বাড়ির কাছেই মেয়েদের স্কুল। রোজ সকালে নাকি স্কুলে ঢুকে পড়ত ওই যুবক! অভিযোগ, তখন টিফিনের বিরতি চলছিল। স্কুলের পিছনের দিকে নিয়ে গিয়ে ৩ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে সে! চিৎকার শুনে ছুটে আসেন শিক্ষিকারা। কোনওমতে রক্ষা পায় ওই ৩ ছাত্রী। এরপর অভিযুক্তকে যখন ফের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়, তখন স্কুল চত্বরেই বেঁধে মারধর করেন অভিভাবকরা।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আটক করা হয় ওই যুবককে।
আরও পড়ুন: Kamtapur: পৃথক কোচবিহারের দাবির পর এবার কামতাপুর, উত্তরবঙ্গজুড়ে রেল অবরোধের ডাক কেপিপি-র
এদিকে পূর্ব কোলাঘাটে নিজের বাড়িতেই গলা দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক স্কুল শিক্ষক। কেন? পুলিস সুত্রে খবর, ব্যাঙ্কের ঋণ শোধ করার জন্য ফোনে ওই শিক্ষককে হুমকি দেওয়া হত। এমনকী, মোবাইলে মেসেজ এসেছিল, তিনি নাকি ভুয়ো শিক্ষক! সেকারণেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন কাঁথির ভবানীপুর অঘরচাঁদ হাই স্কুলের শিক্ষক।