তৃণমূলের উপপ্রধানের গাড়িতে ব্যাপক ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতিয়ার রহমানের গাড়িতে হামলা হয়। জানা গিয়েছে উপপ্রধান-সহ ৪ জন তৃনমুল নেতা বেলাকোবা থেকে নিজস্ব গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।

Updated By: Jan 22, 2021, 10:35 AM IST
তৃণমূলের উপপ্রধানের গাড়িতে ব্যাপক ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভোটের দামামা বেজে গিয়েছে। তবে রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। ফের তৃণমুলের উপপ্রধানের গাড়িতে ভাঙচুর করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ বিজেপির দিকেই। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতিয়ার রহমানের গাড়িতে হামলা হয়। জানা গিয়েছে উপপ্রধান-সহ ৪ জন তৃনমুল নেতা বেলাকোবা থেকে নিজস্ব গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন: 'বনমন্ত্রীর মুখ ও মুখোশ আলাদা', এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে তোপ কল্যাণ ঘোষের

রাজগঞ্জ থানা থেকে ৫ কিলোমিটার দূরে সাউ ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়ালে আচমকা হামলা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার বিশাল পুলিস বাহিনী।  ঘটনাস্থল থেকে দু-জনকে আটক করা হয়েছে।

 তবে ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।  এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী, আওয়াজ শুনে এলাকাবসীরা ঘটনাস্থলে পৌঁছয়। ড্রাইভার অজ্ঞান অবস্থায় ছিল, মাটিতে পড়ে ছিলেন উপপ্রধান। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট নয়। 

Tags:
.