মনোজ উপাধ্যায় হত্যা তদন্তে ব্যর্থতার অভিযোগে 'ক্লোজড' ভদ্রেশ্বরের ওসি

মনোজ উপাধ্যায় খুনের পর পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। ভদ্রেশ্বর চেয়ারম্যান খুনের ঘটনায় গতকালই তদন্তের দায়িত্ব বুঝে নেন চন্দননগরের নয়া পুলিস কমিশনার অজয় কুমার।

Updated By: Nov 26, 2017, 06:13 PM IST
মনোজ উপাধ্যায় হত্যা তদন্তে ব্যর্থতার অভিযোগে 'ক্লোজড' ভদ্রেশ্বরের ওসি

নিজস্ব প্রতিবেদন: ভদ্রেশ্বরে তৃণমূল পুর চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনে নয়া মোড়। ক্লোজ করা হল ভদ্রেশ্বর থানার ওসি অনুদ্যূতি মজুমদারকে। তদন্তে ব্যর্থতার অভিযোগে তাঁকে ক্লোজ করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় দায়িত্বে আনা হয়েছে নন্দন পানিগ্রাহীকে। আরও পড়ুন- চেয়ারম্যান খুনে দু'দিন পরও অধরা খুনিরা, সরলেন চন্দননগরের পুলিশ সুপার

এই ঘটনায় এর আগে পুলিস কমিশনারকেও তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয়। মনোজ উপাধ্যায় খুনের পর পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। ভদ্রেশ্বর চেয়ারম্যান খুনের ঘটনায় গতকালই তদন্তের দায়িত্ব বুঝে নেন চন্দননগরের নয়া পুলিস কমিশনার অজয় কুমার। দায়িত্ব নিয়েই তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। কথা বলেন তদন্তকারি অফিসারদের সঙ্গে।

.