Manasi-Khadaan: 'নিশ্চয়ই নাচবেন।পছন্দের হিরোর ছবি বলে কথা!', ক্ষুব্ধ মানসী বললেন...

 Manasi Sinha: শহরের স্টার সিনেমার সামনে তিনি কিছুটা বিরূপ প্রতিচ্ছবিই দেখেছেন ভক্তদের। পছন্দের হিরোর ছবি নিয়ে উন্মাদনা থাকবে তাতে ক্ষেদ নেই মানসী সিনহার। তবে...

Updated By: Dec 21, 2024, 08:36 PM IST
Manasi-Khadaan: 'নিশ্চয়ই নাচবেন।পছন্দের হিরোর ছবি বলে কথা!', ক্ষুব্ধ মানসী বললেন...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি- খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন। সূত্রের খবর, মুক্তির পর থেকে ভালো ব্যবসা করছে খাদান। তার থেকেও বড় কথা হল দেব ভক্তদের উন্মাদনা। এবার সেই খেসারত দিতে হচ্ছে, নতুন এক পরিচালককে। শহরের স্টার সিনেমার সামনে তিনি কিছুটা বিরূপ প্রতিচ্ছবিই দেখেছেন ভক্তদের। পছন্দের হিরোর ছবি নিয়ে উন্মাদনা থাকবে তাতে ক্ষেদ নেই মানসী সিনহার। তবে তাঁর অনুযোগ বাকি ছবিও তো মানুষ টিকিট কেটে দেখতে আসছেন। তাদের সমস্যা না হলেই হয়। 

আরও পড়ুন, TV Actress Miscarriage: 'শরীরে ৬৫ টা ইনজেকশন! ধরে রাখতে পারলাম না!', গর্ভপাতের যন্ত্রণায় ভেঙে পড়লেন অভিনেত্রী...

দেবের ফ্যানেদের সিনেমাহলের মধ্যে নাচ গান হই হুল্লোড়। আর হওয়ারই কথা। কারণ, পছন্দের হিরোর মাস সিনেমা রিলিজ করেছে। কিন্তু তাই বলে হলের ভেতরে সে সময় যে সিনেমা চলছে সেটা তো দর্শককে দেখতে দেওয়া উচিত। কিছুটা বিরক্তি নিয়েই সোশ্যাল মিডিয়ায় মানসী লেখেন, আচ্ছা, না'হয় আমাদের ছবির বেশি হল পাবার যোগ্যতা নেই, না'হয় আমাদের ফ্যান ক্লাব নেই, না'হয় আমাদের বাজনা বাজানোর মত টাকা নেই,  তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই? আজকে স্টারে মর্নিং শোতে শেষেরএকটু আগে পৌঁছে দেখি.. ওরে বাবা কি আওয়াজ! ফ্যানরা নাচছেন! নিশ্চয়ই নাচবেন।পছন্দের হিরোর ছবি বলে কথা ! তাই বলে, ভেতরে যে একটা অন্য শো চলছে তার কথা ভাববেন না এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগলো। হল কর্তৃপক্ষ কিই'বা করতে পারেন , যদি আমরাই একে অপরের কথা না ভাবি?  

মানসী আরও বলেন, সন্তান, খাদানের মতো কমার্শিয়াল ছবিই বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। এই ছবিগুলো নিয়ে বাংলার অনুরাগীদের উন্মাদনা থাকা ভালো। তাই তিনি নিজেই স্টার কর্তৃপক্ষকে বলে নিজের ছবি সরিয়ে নিয়েছেন। তবে এই নিয়েও সমালোচনার শিকার হতে হয়েছে মানসী সিনহাকে। সোশ্যাল মিডিয়ায় বেশ কথা শুনতে হয় পরিচালককে ৷ কেউ লিখেছেন, "যেটা নিয়ে লিখেছেন, সেটাই সামান্য অপ্রাসঙ্গিক। একজন মাস সুপারস্টার-এর বহুদিন বাদে এমন অবতার এ সিনেমা এল, সেখানে এই সেলিব্রেশনটা এমন কিছু না। সারা দেশে হয়। যদি বাইরের আওয়াজ ভেতরে যায়, সেটা সম্পূর্ণ ভাবে সিনেমা হলের দোষ।"

আরও পড়ুন, Bangladesh: বদলের বাংলাদেশে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, নেই ভারতীয় ছবি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.