Bibhum: স্ত্রীকে কুপিয়ে খুন! বীরভূমে গণপিটুনিতে মৃত্যু যুবকের

বনিবনা ছিল না, আলাদা থাকতেন দু'জনে। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Jul 4, 2022, 05:09 PM IST
Bibhum: স্ত্রীকে কুপিয়ে খুন! বীরভূমে গণপিটুনিতে মৃত্যু যুবকের

প্রসেনজিৎ মালাকার: বনিবনা ছিল না, আলাদা থাকতেন দু'জনে। স্ত্রীকে 'খুন' করার পর হাতেনাতে ধরা পড়লেন যুবক। গণপিটুনিতে মৃত্যু হল তাঁরও! ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাস্থল, বীরভূমের মুরারই।

জানা গিয়েছে, ওই যুবকের নাম সামু মুর্মু। বাড়ি, মুরারইয়ের চন্দ্রপাড়া গ্রামে। কয়েক বছর আগে সোমামণি নামে এক মহিলা বিয়ে করেছিলেন তিনি। কিন্তু দাম্পত্যজীবন সুখের ছিল না। গ্রামেই অলাদা থাকতে শুরু করেন স্বামী-স্ত্রী।

আরও পড়ুন: Son Killed Father: উনুন ধরানো নিয়ে তুলকালাম, বাঁশপেটা করে বাবাকে খুন ছেলের

অভিযোগ, গতকাল রবিবার বিকেলে স্ত্রীকে কুপিয়ে খুন করেন সামু, কিন্তু পালাতে পারেননি। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর শুরু হয় গণপিটুনি! এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে, তারপর রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় সামুকে। রাতেই মারা যান তিনি। কারা এমন ঘটনা ঘটল? ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.