কংসাবতী ভবনে ঢোকার আগে গাড়ি থেকে নামলেনও মুখ্যমন্ত্রী

এই সফরে রয়েছে বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক।

Updated By: Nov 22, 2020, 05:36 PM IST
কংসাবতী ভবনে ঢোকার আগে গাড়ি থেকে নামলেনও মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন পৌঁছলেন বাঁকুড়া জেলায়। রয়েছে বেশ কিছু পূর্বনির্ধারিত কর্মপ্রক্রিয়া।

এ দিন বিকেল ৩টে ৩২ মিনিট নাগাদ হেলিকপ্টারে করে মুকুটমণিপুরের কাছে গড়াবাড়ি হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সোজা চলে যান মুকুটমণিপুর সেচবাংলো, কংসাবতী ভবনে। যাওয়ার পথে রাস্তার ধারে যথারীতি বহু মানুষ মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখবার জন্য দাঁড়িয়েছিলন। 

কংসাবতী ভবনে ঢোকার আগে মুখ্যমন্ত্রী নেমেও পড়েন গাড়ি থেকে। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন। কুশল বিনিময়  করেন স্থানীয় নেতাদের সঙ্গে।

মোটামুটি দিনচারেকের সফর এটি। প্রথমে সফরসূচি এক রকম ছিল। পরে জরুরি ভিত্তিতে তা বদলানোও হয়। তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা প্রদান এবং সরকারি সভার একটি পরিকল্পনা আছে এই সফরে। বাঁকুড়ার রবীন্দ্রভবনে আছে জেলার প্রশাসনিক সভাও। বাঁকুড়া ১ ব্লকের সুনুকপাহাড়ি গোরুরহাট ময়দানে একটি দলীয় জনসভাও করবেন তৃণমূলনেত্রী। এ ছাড়াও দলের জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন বলেও খবর।  

আরও পড়ুন: ওদের তো গোবরমাখা স্বভাব: অনুব্রত; ঢাক বাজালে ধামসা, পাল্টা দিলীপের

.