ফ্রাস্ট্রেশনে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি থেকে ফিরে বললেন দিলীপ ঘোষ
তৃণমূলনেত্রীর 'জয় হিন্দ' বাহিনী গঠন নিয়ে দিলীপের কটাক্ষ, 'এসব করতে যাবেন না। তাহলে হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে।'
নিজস্ব প্রতিবেদন: হতাশায় ভুগছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 'জয় শ্রী রাম' বললেই গাড়ি থেকে নেমে চিত্কার করছেন তিনি। শুক্রবার দুপুরে দিল্লি থেকে ফিরে দমদম বিমানবন্দরে এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এদিন দিলীপবাবু বলেন, 'শেষ দফা নির্বাচনে আগে মুখ্যমন্ত্রীর ব্যবহারে বোঝা গিয়েছিল তিনি হারতে চলেছেন। ফল ঘোষণার পর থেকে তিনি ফ্রাস্টেশনে ভুগছেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী নন। মানুষ জয় শ্রী রাম বললে তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। গাড়ি থেকে নেমে ধমক দিচ্ছেন। গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
তৃণমূলনেত্রীর 'জয় হিন্দ' বাহিনী গঠন নিয়ে দিলীপের কটাক্ষ, 'এসব করতে যাবেন না। তাহলে হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে।'
ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর সামনে 'জয় শ্রী রাম' বলায় আটক ৭
কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'এখনো সময় আছে। মোদীজি নিশ্চই বিষয়টি দেখবেন।'
বলে রাখি, বৃহস্পতিবার ভোটপরবর্তী হিংসা কবলিত নৈহাটিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপিকে রুখতে 'জয় হিন্দ' বাহিনী গঠনের ডাক দেন তিনি। ওদিকে নৈহাটি যাওয়ার পথে ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে 'জয় শ্রী রাম' ধ্বনি দেন কয়েকজন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী বলেন, 'ব্যাটা বিজেপির বাচ্চা, তোদের তাড়িয়ে ছাড়ব।'