বিনিয়োগ টানতে বাণিজ্য নগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়

Updated By: Oct 31, 2017, 06:12 PM IST
বিনিয়োগ টানতে বাণিজ্য নগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরা। সেই লক্ষ্যেই এক বণিকসভার আমন্ত্রণে মঙ্গলবার দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মলয় দে সহ বেশ কয়েকজন আধিকারিক মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

আরও পড়ুন-প্রাক শীত পর্বে বাংলা, আশার বাণী হাওয়া অফিসের

সফরসূচি অনুসারে, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশকিছু শিল্পপতির সমানে বক্তব্য রাখবেন। রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তিনি ওইসব শিল্পপতিদের সামনে তুলে ধরবেন। আগামী দু'দিন তিনি বাণিজ্য নগরীতে থাকবেন। কোনও কোনও মহলের খবর স্থানীয় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও কথা হতে পার মমতার। বণিকসভায় আমন্ত্রিত শিল্পপতিদের আগামী জানুয়ারি মাসে কলকাতায় বিশ্ববঙ্গ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-পিছিয়ে গেল ঋতব্রতর আগাম জামিনের শুনানি

.