'কেউ বাধা দিলে শাস্তি হবে', পথশ্রী অভিযানের সূচনা করে হুঁশিয়ারি মমতার
পথশ্রী অভিযানের জন্য রাজ্য় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এদিন 'পথশ্রী অভিযান' প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'পথশ্রী অভিযান' প্রকল্পের অধীনে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নয়ন করা হবে। নতুন করে তৈরি করা হবে এই ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা।
এদিন প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "সব গ্ৰামের সঙ্গে বড় রাস্তা যোগ হোক চাই। ৮ বছরে ৩ লক্ষ ১৬ হাজার কিলোমিটার রাস্তা হয়েছে। বাংলা সড়ক নির্মাণে এক নম্বরে। আগে ৯২ হাজার কিমি রাস্তা ছিল। গ্ৰিভান্স সেলে অনুরোধ আসে আরও ১২ হাজার কিমি রাস্তা করার জন্য। নতুন সেই রাস্তার কাজ ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে। কেউ বাধা দিলে শাস্তি হবে।"
I am pleased to announce the launch of #PathashreeAbhijan, an unprecedented road repair scheme, wherein more than 7,000 stretches of roads comprising 12,000 km across the state will be repaired in a mission mode in a time-bound manner. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
GoWB was able to collate the list of these roads after the people of Bengal reached out to me through Didi Ke Bolo, inputs were received at the CMO Grievance Redressal Cell, along with valuable inputs from the elected representatives of #Bengal. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
এই ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির পর আরও গ্রামীণ রাস্তার সংস্কারের করা হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। পথশ্রী অভিযানের জন্য রাজ্য় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।