Mamata Banerjee: 'ওদের টার্গেট আমরা', ভোট-প্রচারে ফের বিস্ফোরক মমতা!

চতুর্থ দফায় ভোট হবে বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, আসানসোল ও বহরমপুরে। কবে? ১৩ মে। এদিন বর্ধমানে প্রচার সারলেন মমতা। প্রথমে আউশগ্রাম, তারপর সভা করলেন গলসিতে।

Updated By: Apr 24, 2024, 09:12 PM IST
Mamata Banerjee: 'ওদের টার্গেট আমরা', ভোট-প্রচারে ফের বিস্ফোরক মমতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'ওদের টার্গেট আমরা'। ভোটের প্রচারে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা লড়ে যাচ্ছি, লড়ব'।

আরও পড়ুন:  Raigunj Lok Sabha Election: দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটে 'বড় চমক'! এঘটনা ঘটবে না বাকি ২ কেন্দ্রে...

শুরু হয়ে দিয়েছে লোকসভা নির্বাচন। চতুর্থ দফায় ভোট হবে বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, আসানসোল ও বহরমপুরে। কবে? ১৩ মে। এদিন বর্ধমানে প্রচার সারলেন মমতা। প্রথমে আউশগ্রাম, তারপর সভা করলেন গলসিতে।

গলসির সভায় মমতা বলেন, 'ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা লড়ে যাচ্ছি, লড়ব। ওদের টার্গেট আমরা। হয় জেলে ভরো, নয় প্রাণে মারো। আমি বলি লড়তে হলে, লড়ব।  সারা জীবন লড়েছি, অনেক মার খেয়েছি। করতে হলে করব, গড়তে হলে গড়ব। কিন্তু বিজেপিকে বিদায় দেব'।

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, 'সারাদেশের লোক শুনছে সবাই বিজেপিকে হারাবে। বিজেপি তো কবে থেকে হারতে শুরু করেছে। নরেন্দ্র মোদী বিরুদ্ধে যত আক্রমণ করছেন, যত কদর্য কথাবার্তা বলছেন, কুৎসা করছেন, মিথ্য়াচার করছেন, জবাব প্রত্যেক ভোটেই মানুষ দিচ্ছে। নরেন্দ্র মোদীর গ্রাফ বাড়ছে ওপরের দিকে। বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ বেড়ে চলেছে।এগুলি তো চলবেই'। 

আরও পড়ুন:  Sukanta Majumdar | Dev: 'সুকান্তর বাড়িতে চা খেয়ে বিপ্লবের বাড়িতে লাঞ্চ করতে পারি', ফ্রন্টফুটে ব্যাটিং দেবের

শমীক বলেন,  'আসলে কোনও রাজনৈতিক দলের যখন পতন হয়, তখন অনেক গুপ্তঘাতককে দেখা যায়। পরিবারের মধ্যেই তখন শক্র তৈরি হয়। পরিবারের মধ্যেই বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেওয়ার প্রবণতা থাকে। একে অন্যকে গুপ্ত ঘাতক দিয়ে খুন করার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে কার্যত এখন একটা রাজতন্ত্র চলছে। রাজতন্ত্র পতনের মুখে। দিনে দিনে রাজতন্ত্র যত পতনের দিকে যায়, এ ঘটনা ঘটে। এখানে সে ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর অবচেতন মনে, রাতে শয়নে-স্বপনে এগুলি থাকে। পরবর্তীতে প্রচন্ড হতাশা, আতঙ্ক, ক্ষোভের মধ্য দিয়ে যখন বক্তৃতা করেন, এগুলিই বেরিয়ে আসে। এই নিয়ে বাংলার মানুষের খুব একটা মাথা ব্য়াথা নেই'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.