Mamata Banerjee: 'বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে'!

Bardhaman Durgapur Lok Sabha Election: দু্র্গাপুরে ভোট-প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আদর্শ নির্বাচন বিধি, ভুলেই গিয়েছি নির্বাচন কমিশন আছে কিনা, খোঁজ পাচ্ছি না, কোথা আছে কে জানে। আমি আসছিলাম রাস্তা দিয়ে একজন মহিলা আমাকে বললেন, মডেল কোড অফ কডাক্টের নাম বদলে গিয়েছে। আমরাই বদলে দিয়েছি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার'!

Updated By: May 6, 2024, 06:18 PM IST
 Mamata Banerjee: 'বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে'! লোকসভা ভোটের প্রচারে দুর্গাপুরে মমতা বন্দ্য়োপাধ্যায়। 

আরও পড়ুন:  Abhishek Banerjee: 'সিপিএমের হার্মাদরা এখন জামা পালটে বিজেপিতে'!

১৩ মে চতুর্থ দফায় ভোট বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, আসানসোল, বহরমপুরেও। বর্ধমান-দুর্গাপুরে এবার তৃণমূল প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। বিপক্ষে বিজেপির দিলীপ ঘোষ।

দুর্গাপুরে নির্বাচনী জনসভায় মমতা বলেন, 'বাংলা একমাত্র রাজ্য, যাঁরা পেনশন দেয়, আর কোনও রাজ্য দেয়নি। কেন্দ্রীয় সরকারে কোনও পেনশন নেই। সব তুলে দিয়েছে। বিজেপিশাসিত কোনও  রাজ্য়ে পেনশন নেই। একমাত্র পশ্চিমবঙ্গে আমরা পেনশন দিই। তাই অবসর নেওয়ার পর লোকে নিশ্চিন্তে থাকে। বিজেপি টাকা দিলে কী হবে! নির্বাচনের সময় যদি ভোট নেওয়ার জন্য় টাকা দেয়, প্য়াকেটটা পকেটে রেখে দেবেন। আর ভোটে উল্টে দেবেন। টাকা দিয়ে ভোট কেনা, নজর আমরাও রাখব'।

আরও প়়ড়ুন:  National Highway: ফের বন্ধ হয়ে সিকিমগামী লাইফ লাইন এনএইচ ১০, বিকল্প ব্যবস্থা কী জানাল প্রশাসন

রেয়াত করেননি নির্বাচন কমিশনকেও। মমতা বলেন, 'আদর্শ নির্বাচন বিধি, ভুলেই গিয়েছি নির্বাচন কমিশন আছে কিনা, খোঁজ পাচ্ছি না, কোথা আছে কে জানে। আমি আসছিলাম রাস্তা দিয়ে একজন মহিলা আমাকে বললেন, মডেল কোড অফ কডাক্টের নাম বদলে গিয়েছে। আমরাই বদলে দিয়েছি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.