Malda: 'মোষের মত লাঠিপেটা করে তাড়াব বিজেপিকে, গিরিরাজ সিং তোমার জামা খুলে নেব'

"যেভাবে গ্রামের মধ্যে কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে, সেই মোষকে লাঠি দিয়ে তাড়াতে হয়। পশ্চিমবঙ্গের মানুষ সেই লাঠিপেটা করেই এখান থেকে বিশ্বাসঘাতক বঙ্গ-বিজেপিকে তাড়াবে।" 

Updated By: Dec 9, 2023, 10:58 AM IST
Malda: 'মোষের মত লাঠিপেটা করে তাড়াব বিজেপিকে, গিরিরাজ সিং তোমার জামা খুলে নেব'

রণজয় সিংহ: প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি নেতা-নেত্রীদের লাঠিপেটা করার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সীর। মালদা শহরের রথবাড়ি এলাকায় ১০০ দিনের কাজের টাকার দাবিতে চলছিল বিক্ষোভ সমাবেশ। সেই বিক্ষোভ সমাবেশ থেকেই বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল সভাপতির। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গিরিরাজ সিংহকেও হুঁশিয়ারি বিধায়কের।

গিরিরাজ সিংয়ের জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি। সভায় বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম বক্সী বলেন, "বিজেপির বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কোমর কষে রেডি আছি আমরা। যেভাবে গ্রামের মধ্যে কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে, সেই মোষকে লাঠি দিয়ে তাড়াতে হয়। পশ্চিমবঙ্গের মানুষ সেই লাঠিপেটা করেই এখান থেকে বিশ্বাসঘাতক বঙ্গ-বিজেপিকে তাড়াবে।" ওদিকে গিরিবাজ সিংহের মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে আবদুর রহিম বক্সী বলেন, "গিরিরাজ সিংয়ের মত একজন অপদার্থ কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর জানা উচিত অনেক সিনেমা অভিনেতা রাজনীতিতে এসেছেন। চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় সলমান খানের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন। আর এই নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি।"

এরপরই বিধায়ক আবদুর রহিম বক্সী গিরিরাজ সিংকে উদ্দেশ করে হুঁশিয়ারি দেন, "গিরিরাজ সিং, বিজেপি বন্ধু তুমি জেনে রাখো বাংলার মাটি মালদায় তোমাকে পেলে তোমার জামা খুলে প্রমাণ করে দেব। বাংলার মাটি অপদার্থতা বরদাস্ত করে না।" এর পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন মালদা জেলা তৃণমূল সভাপতি।

আরও পড়ুন, Dilip Ghosh: বাংলার মানুষ গণেশ ও গাধা, দুই-ই বিসর্জন দেবে: দিলীপ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.