Howrah Hooch Tragedy: হাওড়ায় বিষমদকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত; 'এটি একটি গণহত্যা', দাবি সুকান্তের

হাসপাতালে গিয়ে বিষমদকাণ্ডে অসুস্থদের সঙ্গে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি।

Updated By: Jul 21, 2022, 08:34 PM IST
 Howrah Hooch Tragedy:  হাওড়ায় বিষমদকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত; 'এটি একটি গণহত্যা', দাবি সুকান্তের

দেবব্রত ঘোষ: হাওড়ায় বিষমদকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। হাসপাতালে অসুস্থদের দেখতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।

বর্ধমানের পর এবার হাওড়ায়। রাজ্যে ফের বিষমদকাণ্ড! হাওড়ায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ জন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার গজানন বস্তিতে চোলাই মদের আসর বসে নিয়মিত। ব্যতিক্রম ঘটেনি মঙ্গল রাতেও। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এমনকী, মৃত্যুর ঘটনাও ঘটে।

আরও পড়ুন: অসুস্থ ছেলে, স্বামীর সাথে ঝগড়ার পরই দুই সন্তান নিয়ে আত্মঘাতী গৃহবধূ

কীভাবে? গতকাল, বুধবার রাতে মূল অভিযুক্ত দোকান মালিক প্রতাপ কর্মকারকে গ্রেফতার করেছে পুলিস। তার বিরুদ্ধে একাধিক জমিন অযোগ্য় ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে দশদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, হাওড়ারই সালকিয়ার কৈবর্ত পাড়া লেনের বাসিন্দা প্রতাপ। দীর্ঘদিন ধরে গজানন বস্তিতে বেআইনি মদের কারবার চালাচ্ছে সে।

আরও পড়ুন: 21 July TMC Shahid Diwas: কলকাতায় একুশে জুলাইয়ে বিপুল সমাবেশ, শিলিগুড়িতে একাকী ঘরবন্দি গৌতম

এদিন বিষমদকাণ্ডে অসুস্থদের দেখতে হাওড়ার টিএন জয়সওয়াল হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক কী ঘটেছিল সেদিন? অসুস্থদের সঙ্গে কথাও বলেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, 'এটি একটি গণহত্যা। রাজ্য সরকার গোটা বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আইনি পদক্ষেপ করবে বিজেপি'। এর আগে, বর্ধমান শহরের  বাহির সর্বমঙ্গলাপাড়ায় মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৫ জন। হাসপাতালে মৃত্যু হয় দু'জনের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.