মাধ্যমিকে জেলার জয়জয়কার, বেড়েছে মেয়েদের পাশের হার, প্রথম কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ

মেয়েদের তুলনায় ছেলেদের সাফল্যের হার এবার বেশি।

Updated By: Jun 6, 2018, 11:26 AM IST
মাধ্যমিকে জেলার জয়জয়কার, বেড়েছে মেয়েদের পাশের হার, প্রথম কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ

নিজস্ব প্রতিবেদন:  প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। পাসের হার ৮৫.৪৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৫.৬৫ শতাংশ। জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর(৯৬.১৩ শতাংশ)। মেয়েদের তুলনায় ছেলেদের সাফল্যের হার এবার বেশি।

রাজ্যে প্রথম হয়েছেন কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। দ্বিতীয় হয়েছেন বর্ধমানের সাতগেছিয়ার শীর্ষেন্দু সাহা। তিনি পেয়েছেন ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন তিন জন। এরা হলেন কোচবিহার সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলাজ্জ দাস ও জলপাইগুড়ি জেলা স্কুলেরই মৃণ্ময় মণ্ডল।

আরও পড়ুন-মন্ত্রিসভায় রদবদল : মমতার নির্দেশে পদত্যাগ করলেন মন্ত্রীরা

চতুর্থ হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার প্রফুল্ল বিদ্যামন্দিরের দীপ গায়েন(৬৮৬)।

পঞ্চম হয়েছেন ৫ জন। এদের প্রাপ্ত নম্বর ৬৮৫। এরা কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সুনীতি দাস, বাঁকুড়া ডোগরা হাইস্কুলের সৌমি নন্দী, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষায়তনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের অনীক জানা ও উত্তর ২৪ পরগনার প্রথমকান্তি মজুমদার।

ষষ্ঠ হয়েছেন ৬ জন। এদের প্রাপ্ত নম্বর ৬৮৪। এরা হলেন, সুমিত বাগচি(দিনহাটা হাইস্কুল), নিধি চৌধুরী(জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস), অরিত্রিকা পান(পারুলিয়া কে কে হাইস্কুল), প্রতিমান দে(বর্ধমান জ্ঞানদাস মেমোরিয়াল হাইস্কুল), শ্রুতি সিং মহাপাত্র(বাঁকুড়া মিশন গার্লস), রৌনক সাহা(নবনালন্দা শান্তি নিকেতন)।

সপ্তম স্থানে রয়েছেন ৫ জন। এদের প্রাপ্ত নম্বর ৬৮৩। এরা হলেন মহাশ্বেতা হোম, বেদাঞ্জন ভট্টাচা‌র্য, অরিন্দম ঘোষ, পারমিতা মণ্ডল, সার্থক তালুকদার।

অষ্টম স্থানে রয়েছেন দেবস্মিত রায়, তাপস দেবনাথ, জমুনা নার্জিস, অরিন্দম সাহা, অনামিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা, তৃষা মণ্ডল, প্রেরণা মণ্ডল। এদের প্রাপ্ত নম্বর ৬৮২।

নবম স্থানে রয়েছেন ঐতিহ্য সাহা, সায়ন্তিকা রায়, অম্লান ভট্টাচা‌র্য, সায়ান্তন চৌধুরী, মহম্মদ রফিকুল হাসান, সায়ন নন্দী, সৌত্রিক সুর, তন্ময় চক্রবর্তি, সোহম আহমেদ, সৈকত সিংহরায়, স্বস্তিক কুমার ঘোষ। এরা সবাই পেয়েছেন ৬৮১ নম্বর।

দশম স্থানে রয়েছেন বৈদু‌র্য বিশ্বাস, সুমন কুমার সাহা, মীর মহম্মদ ওয়াসিম, অরিত্র সরকার, তামান্ন ফিরদৌস, অন্বেশা দেঘুড়িয়া, গৌরব মণ্ডল, মোনালিসা সামন্ত, শুভম রায়, ইন্দ্রজিৎ মিশ্র, অগ্নিভ শিলা, দেবার্ঘ্য প্রধান, পবিত্র সেনাপতি। এরা সবাই পেয়েছেন ৬৮০।

আরও পড়ুন-১০ জুলাই পরবর্তী শুনানি, গ্রেফতারি থেকে আপাতত রেহাই চিদাম্বরমের

যেসব সাইট থেকে ফল জানা ‌যাবে-

www.wbbse.org

www.exametc.com

www.school.gradeup.co

www.indiaresults.com

.