৩০ টাকার লটারি কেটে ৫০ লক্ষ টাকার পুরস্কার জিতলেন গুসকরার রিকসাচালক

রবিবার জোরাজুরি করেই গৌরবাবুকে লটারির টিকিট কাটিয়েছিলেন এক পরিচিত বিক্রেতা। রাতে ফল বেরোতে চক্ষু চড়কগাছ। সেই টিকিটই পেয়েছে ৫০ লক্ষ টাকার পুরস্কার। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সোমবার সকালে লটারির টিকিট হাতে ব্যাঙ্কে পৌঁছন তিনি। 

Updated By: Oct 1, 2019, 10:51 AM IST
৩০ টাকার লটারি কেটে ৫০ লক্ষ টাকার পুরস্কার জিতলেন গুসকরার রিকসাচালক

নিজস্ব প্রতিবেদন: গোটা দিন রিকসা চালিয়ে দিনে আয় হয়েছিল ৭০ টাকা। তার থেকে ৩০ টাকার লটারি টিকিট কেটেছিলেন পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা গৌর দাস। তাতেই বদলে গেল দিন। এক লটারির টিকটই রাতারাতি তাঁকে বানালো ৫০ লক্ষ টাকার মালিক। তার পর থেকে মুখে মুখে ফিরছে গৌরের নাম। 

টালা ব্রিজ বন্ধ থাকায় বাড়ল ট্রেন - মেট্রো

রবিবার জোরাজুরি করেই গৌরবাবুকে লটারির টিকিট কাটিয়েছিলেন এক পরিচিত বিক্রেতা। রাতে ফল বেরোতে চক্ষু চড়কগাছ। সেই টিকিটই পেয়েছে ৫০ লক্ষ টাকার পুরস্কার। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সোমবার সকালে লটারির টিকিট হাতে ব্যাঙ্কে পৌঁছন তিনি। ততক্ষণে সারা গুসকরায় ছড়িয়ে পড়েছে গৌর দাসের নাম। 

 

গুসকরা শহরের মুচিপাড়ায় বাস রিকসাচালক গৌরবাবুর। রিকসা চালানো ছাড়াও দিনমজুরি করতেন তিনি। ইটের গাঁথনির ওপর অ্যাসবেসটাসের চালার নীচে ২টো ঘরে গোটা পরিবার নিয়ে থাকেন তিনি। গৌরবাবুর ভাগ্যফেরার কাহিনী এখনো বিশ্বাস হচ্ছে না তাঁর মা, স্ত্রী বা সন্তানদের। 

Tags:
.