বাড়ি থেকে নিখোঁজ নাবালিকা, পরিবারের আর্তিতেও নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিসের বিরুদ্ধে

গত ১৯ জুন রাত থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে যায় সে৷ তাঁরা জানিয়েছেন এদিন রেখা নামে এক বান্ধবীর সঙ্গেই ছিল মল্লিকপুর গার্লস স্কুলের দশম শ্রেনীর ছাত্রী জয়া দাস৷ এদিনের পর থেকে নিখোঁজ রেখাও।

Updated By: Jul 3, 2019, 10:33 AM IST
বাড়ি থেকে নিখোঁজ নাবালিকা, পরিবারের আর্তিতেও নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহ ঘুরে গিয়েছে, তবু খোঁজ মেলেনি নিখোঁজ নাবালিকার। পরিবার সূত্রে খবর,  গত ১৯ জুন রাত থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে যায় সে৷ তাঁরা জানিয়েছেন এদিন রেখা নামে এক বান্ধবীর সঙ্গেই ছিল মল্লিকপুর গার্লস স্কুলের দশম শ্রেনীর ছাত্রী জয়া দাস৷ এদিনের পর থেকে নিখোঁজ রেখাও। 

আরও পড়ুন: কাটমানি ফেরত চেয়ে বিজেপির পোস্টার, এবার নিশানায় সোনারপুরের দুই কাউন্সিলর

পরিবার সূত্রে খবর, নিখোঁজ হওয়ার পরদিন সকালে একটি ফোন আসে। এমনকী এদিন মথুরাপুর ষ্টেশন থেকে কান্নাকাটি করে বাড়ি ফিরতে চেয়ে ফোন করে জয়া। তারপর থেকে আর কোনও হদিস পাওয়া যায়নি তার। অভিযোগ, ঘটনার পরই গা ঢাকা দিয়েছে রেখাও।

পরিবারের অভিযোগ, এই বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমনকী রেখার বাড়ির হদিস এনে দিলেও গা করেনি পুলিস। তাঁরা জানিয়েছেন মহিলা পুলিস না থাকায় রেখার খোঁজে যাওয়া সম্ভব হচ্ছে না। যদিও পুলিসের তরফ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।  

 

Tags:
.