কোথাও ২ কোথাও ৫ শতাংশে আটকে, পশ্চিমবঙ্গে সাইনবোর্ড হওয়ার পথে আরও একধাপ এগলো বামেরা

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে গোটা রাজ্যে মোট ৬ শতাংশ ভোট রয়েছে বামেদের ঝুলিতে। চলুন একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোথায় কত শতাংশ ভোট পেল বাম দল। 

Updated By: May 23, 2019, 12:57 PM IST
কোথাও ২ কোথাও ৫ শতাংশে আটকে, পশ্চিমবঙ্গে সাইনবোর্ড হওয়ার পথে আরও একধাপ এগলো বামেরা

নিজস্ব প্রতিবেদন: ভোটগণনা মধ্যগগনে। রাজ্যে অস্তিত্ব সংকটে বামেরা, একথা স্পষ্ট হয়ে গিয়েছে শুরুতেই। ২০১১ সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর থেকেই ক্ষয়িষ্ণু বামদল। আর সেই ক্ষয়ই চরম আকার নিল ২০১৯ -এর লোকসভা ভোটে। উল্লেখ্য, বামেদের ভোটের একটা বড়ো অংশ চলে গিয়েছে বিজেপির দিকে। বলার অপেক্ষা রাখে না 'বাম জমানায় কংগ্রেস'-এর চেহারা নিল 'তৃণমূল জমানার বাম' এদিকে প্রাথমিক গণনা অনুযায়ী, রাজ্যে নজিরবিহীন ভাবে আসন সংখ্যা বাড়িয়েছে পদ্ম শিবির, গেরুয়া ঝড় দেশ জুড়ে। হাসি ক্রমশ চওড়া হচ্ছে মোদী-শাহদের। অন্যদিকে রাজ্যে তুলনামূলকভাবে আসন সংখ্যা কমছে জোড়াফুলের।  

আরও পড়ুন:  বাংলায় বিজেপির ভোট বাড়ল ৪ গুণ, আতসকাচের তলায় বামেদের অস্তিত্ব

ইতিমধ্যেই গণনার ৪ ঘণ্টা অতিক্রান্ত। প্রথম পর্বের পর ভোট শতাংশের বিচারে ব্যাপক ধস বাম শিবিরে, পরিসংখ্যান বলছে কার্যত শূন্য বামেদের ভোটভাঁড়ার। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে গোটা রাজ্যে মোট ৬ শতাংশ ভোট রয়েছে বামেদের ঝুলিতে। চলুন একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোথায় কত শতাংশ ভোট পেল বাম দল। 

আলিপুরদুয়ার- ২.৫ শতাংশ
আরামবাগ- ৮.৭১ শতাং
আসানসোল- ৭.০১ শতাংশ
বালুরঘাট- ৭.৪২ শতাংশ
বনগাঁ- ৬.৪৬ শতাংশ 
বাঁকুড়ায়- ৭.১৩ শতাংশ 
বারাসত- ৭.১২ শতাংশ 
বর্ধমান দুর্গাপুর- ৯.৬২ শতাংশ
বর্ধমান পূর্ব- ১২.৯২ শতাংশ
ব্যারাকপরু- ১২.৬৫ শতাংশ
বসিরহাট- ৫.৩৪ শতাংশ 
বীরভূম- ৮.৬৫ শতাংশ 
বিষ্ণুপুর- ৬.৩৮ শতাংশ 
বোলপুর- ৫.২৯ শতাংশ 
কোচবিহার- ২.৬৭ শতাংশ 
দার্জিলিং- ৪.৪৭ শতাংশ 
ডায়মন্ড হারবার- ৬.৫২ শতাংশ 
দমদম- ১৪.০২ শতাংশ
ঘাটাল- ৫.২৯ শতাংশ 
হুগলি- ৮. ০৬ শতাংশ
হাওড়া- ৯.১ শতাংশ
যাদবপুর- ১৯.৪ শতাংশ
জলপাইগুলি- ৩.৪২ শতাংশ
জঙ্গিপুর- ৬.৯৩ শতাংশ 
ঝাড়গ্রাম- ৫.৮৯ শতাংশ 
জয়নগর- ৪.৮১ শতাংশ 
কাঁথি- ৪.৬৩ শতাংশ
কলকাতা দক্ষিণ- ৭.৫৪ শতাংশ 
কলকাতা উত্তর- ৭.০৭ শতাং
কৃষ্ণনগর- ১০.৫৬ শতাংশ
মালদা উত্তর- ৩.৬৩ শতাংশ 
মথুরাপুর- ৬.২২ শতাংশ 
মেদিনীপুর- ৪.২২ শতাংশ 
মুর্শিদাবাদ- ১২.৯ শতাংশ 
পুরুলিয়া- ৪.১৫ শতাংশ 
রায়গঞ্জ- ১৩.৪৪ শতাংশ 
রানাঘাট- ৬.১৮ শতাংশ 
শ্রীরামপুর- ৯.৯৫ শতাংশ 
তমলুক- ৯.৭৫ শতাংশ 
উলুবেড়িয়া- ৬.৫৫ শতাংশ 

.