ভিডিয়ো: বারাবনিতে দুষ্কৃতীদের নিশানায় জি মিডিয়া, ভাঙচুর করা হল গাড়ি
বারাবনিতে বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসা তৃণমূলের।
নিজস্ব প্রতিবেদন: বারাবনিতে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত জি মিডিয়া। গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারাবনির একটি বুথ থেকে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি। ওই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছন বাবুল সুপ্রিয়। খবর সংগ্রহে যায় জি মিডিয়াও। দুপক্ষের সংঘর্ষের মাঝে নিশানা করা হয় সংবাদমাধ্যমের গাড়িকে। ভেঙে দেওয়া হয় কাঁচ।
বারাবনির ২৮৩ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ পেয়ে পৌঁছন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি অভিযোগ করেন, বিজেপির পোলিং এজেন্টকে বাইরে বের করে দিয়েছে তৃণমূল। বুথের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। বাবুলের উপরে চড়াও হন তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাঁচ। শুধু বিজেপি প্রার্থীই নন, জি মিডিয়ার গাড়ির কাঁচও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা।
Ground Report: Zee News reporter @pooja_zeenews speaks about how the clash between TMC-BJP workers unfolded in West Bengal.#VotingRound4#AbkiBaarKiskiSarkar pic.twitter.com/PpwRJc5rQ7
— Zee News (@ZeeNews) April 29, 2019
তৃণমূলের আবার পাল্টা দাবি, বিজেপির কোনও এজেন্টই বুথে ছিলেন না। মিথ্যা অভিযোগ করছেন বাবুল। বিজেপি প্রার্থীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। প্রথমেই আটকানোর চেষ্টা করা হল। কিন্তু এভাবে আটকানো যাবে না।
আরও পড়ুন- স্ত্রী ক্যানসারে আক্রান্ত তবু অনুব্রতর-নজরদারি মুক্তির আর্জি খারিজ হাইকোর্টে