'আক্রান্ত' সেলিম, ইসলামপুরে বাম প্রার্থীর গাড়িতে হামলা
ঘটনাস্থলে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না। অভিযোগ সেলিমের।
নিজস্ব প্রতিবেদন : আক্রান্ত মহম্মদ সেলিম। উত্তর দিনাজপুরের ইসলামপুরে আক্রান্ত হলেন সেলিম। তাঁর গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ।
ফোনে রায়গঞ্জের সিপিআইএম প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসলামপুরের নয়াপাড়া টেরিংবাড়ি বুথে সকাল থেকে বুথ দখল করার খবর পাচ্ছিলেন। শাসকদলের দুষ্কৃতীরা দাঁড়িয়ে থেকে ভোট পরিচালনা করছে বলে অভিযোগ পান। ঘটনাস্থলে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না। কমিশনে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন, ভোটগ্রণকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিসের লাঠি - কাঁদানে গ্যাস
এরপরই তিনি ঘটনাস্থলে আসেন। সেলিম জানিয়েছেন, ঘটনাস্থলে এসে তিনি দেখেন যে প্রিসাইডিং অফিসার কোনও ব্যবস্থা নিচ্ছেন না। তিনি-ই শাসকদলের এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরেন। তাঁর গাড়িটি দূরে দাঁড় করানো ছিল। দুষ্কৃতীরা তখন তাঁর গাড়িতে ভাঙচুর করে।
আরও পড়ুন, মেরে হাত-পা ভেঙে দেওয়ার নিদান দিলেন অনুব্রত মণ্ডল
এই মুহূর্তে তিনি ঘটনাস্থলেই রয়েছেন বলে জানিয়েছেন সেলিম। তাঁর অভিযোগ, ২ জন 'আনপ্রোটেক্টেড' কনস্টেবল আছেন মাত্র। এখনও কোনও পুলিসের দেখা নেই। এদিকে ফাঁকতালে ওই দুষ্কৃতীও পালিয়ে যায় বলে জানিয়েছেন মহম্মদ সেলিম।