পাহাড়ের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের অত্যাচারের জবাব দিয়েছে, বললেন গুরুং
প্রায় দেড় বছর পাহাড়ছাড়া তিনি। অজ্ঞাতবাস থেকেই বিজেপি, জিএনএলএফ-এর সঙ্গে জোট করে পাহাড়ে প্রার্থী করেছিলেন রাজু বিস্তকে। বিপক্ষে ছিলেন তৃণমূল সমর্থিত মোর্চার তামাং গোষ্ঠীর প্রার্থী অমর রাই।
মৌপিয়া নন্দী
পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং পাহাড়ে যে অত্যাচার করেছে তার জবাব দিয়েছে দার্জিলিংয়ের মানুষ। দার্জিলিংয়ে বিজেপি সমর্থিত জোটপ্রার্থীর এগিয়ে থাকাকে এভাবেই ব্যাখ্যা করলেন গজমুমো নেতা বিমল গুরুং। গোপন আস্তানা থেকে Zee ২৪ ঘণ্টাকে একান্ত টেলিফোনিক সাক্ষাত্কারে বললেন, যতই অত্যাচার করুক, ভাঙতে পারবে না আমাদের।
প্রায় দেড় বছর পাহাড়ছাড়া তিনি। অজ্ঞাতবাস থেকেই বিজেপি, জিএনএলএফ-এর সঙ্গে জোট করে পাহাড়ে প্রার্থী করেছিলেন রাজু বিস্তকে। বিপক্ষে ছিলেন তৃণমূল সমর্থিত মোর্চার তামাং গোষ্ঠীর প্রার্থী অমর রাই। কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠীকে হারিয়ে ফের পাহাড়ে বিজয় পতাকা ওড়ানোর পথে গুরুং।
এদিন গুরুং বলেন, 'এই জয় লোকতন্ত্রের জয়। পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় নির্যাতনের জবাব দিয়েছেন পাহাড়বাসী। যাবতীয় অত্যাচার সত্বেও পাহাড়ের মানুষ আমাদের পাশে আছে। রাজু বিস্ত ২ - ২.৫ লাখ ভোটে জিতবেন।
এই ফলের জন্য শরিক দলগুলিকেও ধন্যবাদ জানান তিনি। বলেন, আমাদের লড়াই পাহাড়ের জাতিসত্ত্বা ও ভাষার মর্যাদা রক্ষার লড়াই। আমাদের কেউ ভাঙতে পারবে না।