'মানুষের ভোটে ব্যারাকপুরে জিতে গিয়েছি', Zee ২৪ ঘণ্টায় দাবি অর্জুন সিংয়ের
"ভোটে জিততে গেলে সবকিছু করতে হয়। বিভিন্ন কৌশল নিয়ে ভোট লড়েছি। আমাকে কেউ মারলে পাল্টা জবাব দেব।"
নিজস্ব প্রতিবেদন : মানুষ ভোট দিয়েছে। ব্যারাকপুরে জিতে গিয়েছি। Zee ২৪ ঘণ্টায় দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এদিন ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর। বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যারাকপুরের মোহনপুরে পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং। মুখ ফেটে যায় বিজেপি প্রার্থীর। অর্জুন সিংয়ের অনুগামীর বিরুদ্ধে পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। এক ফুল বিক্রেতা মহিলাকে মারধরেরও অভিযোগ ওঠে।
আরও পড়ুন, বলে দিচ্ছেন কত নম্বর বোতাম, ক্যামেরায় ধরা পড়ল নিজে গিয়ে বোতামও টিপছেন যুবক!
যদিও সেই অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপির 'বাহুবলী' প্রার্থী অর্জুন সিং। তিনি দাবি করেন, "ভোটে জিততে গেলে সবকিছু করতে হয়। বিভিন্ন কৌশল নিয়ে ভোট লড়েছি। আমাকে কেউ মারলে পাল্টা জবাব দেব।" শুধু ব্যারাকপুরে তিনি নিজে নন, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ও জিতবেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে 'মার' আধাসেনার, তুমুল উত্তেজনা
প্রসঙ্গত, এদিন হুগলির ধনেখালির কাঁকড়াখুলিতে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বুথে ঢুকে চোটপাট করতে দেখা যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। কার্যত চড় বাগিয়ে এজেন্টকে হুমকি দিতে দেখা যায় তাঁকে। 'মেরে চামড়া গুটিয়ে দেবেন' বলে হুমকি দেন বিজেপি প্রার্থী।