বক্সিরহাটে ছাপ্পা, দিনহাটায় ভোট করিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি অভিযোগ, বুথে নিয়ে যাওয়ার নাম করে ভোটারদেরকে ইভিএম-এর কাছে নিয়ে গিয়ে ভোট করিয়ে নিচ্ছে তৃণমূল।

Updated By: Apr 11, 2019, 01:33 PM IST
বক্সিরহাটে ছাপ্পা, দিনহাটায় ভোট করিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুকান্ত মুখোপাধ্যায় : কোচবিহারে বক্সিরহাটে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ-এর বিশাল বাহিনী। পুলিসকে সঙ্গে নিয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

জানা গিয়েছে, ছাপ্পা ভোটের খবর পাওয়া মাত্রই কোচবিহারের জেনারেল অবজার্ভারের নেতৃত্বে বক্সিহাটে পৌঁছয় আধাসেনা। যেখানে যত জটলা ছিল, তা সরিয়ে দেওয়া হয়। তাদেরকে বাড়িতে অথবা বুথে পাঠিয়ে দেওয়া হয়। বাজারের মধ্যে, এলাকার অলিতে-গলিতে রুটমার্চ শুরু করে বাহিনী। শুরু হয় কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আরও পড়ুন, 'ভবিষ্যতের ভূত' বন্ধে রাজ্যকে মোটা টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

অন্যদিকে, কোচবিহারের দিনহাটার ভূতকুড়ির  ১৪৭ নম্বর বুথে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ ও বুথে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। ওই বুথের বেশিরভাগ ভোটারই বয়স্ক। বিজেপি অভিযোগ করে, বুথে নিয়ে যাওয়ার নাম করে ভোটারদেরকে ইভিএম-এর কাছে নিয়ে গিয়ে ভোট করিয়ে নিচ্ছে তৃণমূল।

আরও পড়ুন, ''সকাল থেকে ১০০টা অভিযোগ, ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন'', অভিযোগ নিশীথ প্রামাণিকের  

এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। দুপক্ষের মধ্যে বোমাবাজির অভিযোগ ওঠে। অশান্তির জেরে বেশ কিছুক্ষণ এই বুথে ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

.