ডায়মন্ড হারবারে ফের ‘আক্রান্ত’ ফুয়াদ হালিম, আশ্রয় স্থানীয় একটি বাড়িতে

শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার গুরুদাস নগরে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি, গাড়ি ও বাইক। 

Updated By: Apr 27, 2019, 11:49 AM IST
ডায়মন্ড হারবারে ফের ‘আক্রান্ত’ ফুয়াদ হালিম, আশ্রয় স্থানীয় একটি বাড়িতে

নিজস্ব প্রতিবেদন: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের উপর ফের হামলা। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার গুরুদাস নগরে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি, গাড়ি ও বাইক। স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন ফুয়াদ হালিম। 

 

এদিন গুরুদাসনগরে ফুয়াদ হালিমের সমর্থনে একটি মিছিল হয়। অভিযোগ, তখনই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা মিছিলে হামলা চালায়। সিপিএম কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন সিপিএম কর্মীকে তুলে নিয়ে চলে যায় বলেও অভিযোগ। পুলিসকে জানিয়ে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। জেলাশাসক ও কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। 

ভিডিয়ো: আনন্দ করার নয়, এটা মোদী রামের ভোট, বিতর্কিত মন্তব্য ফিরহাদের
সূত্রের খবর, ফুয়াদ হালিম ও কয়েকজন সিপিএম কর্মী স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। এর আগেও তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল অবশ্য সিপিএমের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

.