টিকিট কেটেও বিমানে উঠলেন না বিমল গুরুং, 'বোকা হল' CID
গুরুংয়ের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিমল গুরুং দার্জিলিঙে ঢুকলেই ফের পাহাড়ের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে।
নিজস্ব প্রতিবেদন: টিকিট কেটেও গ্রেফতারির আশঙ্কায় বিমানে উঠলেন না বিমল গুরুং। সম্ভবত সড়কপথেই দার্জিলিঙে ঢুকবেন তিনি। সেক্ষেত্রে সিকিম হয়ে দার্জিলিঙে ঢোকার সম্ভাবনাই বেশি।
সেক্ষেত্রেও গুরুংয়ের পাহাড়ে ঢোকা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন সিআইডি আধিকারিকরা। বিপদ আঁচ করতে পেরেই আসন বুক করেও বিমানে ওঠেননি তিনি। সিআইডি আধিকারিকরা মনে করছেন, বিমল গুরুং সম্ভবন আগাম জামিনের আর্জির দিকে তাকিয়ে রয়েছেন। সিআইডিও নজর রাখছে সেদিকে।
অন্যদিকে, গুরুংয়ের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিমল গুরুং দার্জিলিঙে ঢুকলেই ফের পাহাড়ের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে।
বিমল গুরুং দার্জিলিঙে ফিরলে প্রশ্ন শান্তিশৃঙ্খলা-অখণ্ডতা নিয়ে, প্রতিক্রিয়া মন্ত্রী গৌতম দেবের
প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দর থেকে এদিন গ্রেফতার করা হয় ২ গুরুংপন্থী নেতাকে। ধৃতদের নাম রোশন রাই ও যোগেশ প্রধান।
বুধবার বিমল গুরুং বার্তা দেন, বৃহস্পতিবার দুপুরের দিল্লির উড়ানে বাগডোগরায় নামবেন তিনি। আর সেই জন্য এদিন সকাল থেকেই বাগডোগরায় পুলিসে ছয়লাপ ছিল। জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় বসে নাকাচেকিং। কড়া তল্লাশি করা হচ্ছে যাত্রীদেরও। আজ দুপুর দুটোয় ইন্ডিগোর ফ্লাইটে বাগডোগরায় এসে নামার কথা ছিল বিমল গুরুং-রোশন গিরির। শেষমুহূর্তে বিপদ আঁচ করতে পেরেই বিমানে ওঠেননি তাঁরা।