বাংলায় এবার মোদী সরকার, রামপুরহাটের সভা থেকে বার্তা অমিত শাহর
অমিত
কৃষকদের ৬০ বছর হয়ে গেলে মোদী সরকার পেনশন দেবে: রামপুরহাটে অমিত শাহ
আপনিও বলুন কেমন সরকার চান আপনারা? যদি সোনার বাংলা চান তাহলে মোদীকে ভোট দিন: রামপুরহাটে অমিত শাহ
এরপরই মমতাদিদি চিন্তিত হয়ে পড়েছেন, যেন মনে হচ্ছিল ওঁর কোনও আত্মীয়কে মেরে ফেলা হয়েছে: রামপুরহাটে অমিত শাহ
পুলওয়ামার হামলার ১৩ দিনের মাথায় পাকিস্তানের ঘরে ঢোকে জঙ্গিদের মেরেছে ভারত: রামপুরহাটে অমিত শাহ
প্রণব চট্টোপাধ্যায়কে 'ভারতরত্ন' দিয়েছে মোদী সরকার: রামপুরহাটে অমিত শাহ
সব টাকা তৃণমূল শোষণ করেছে: রামপুরহাটে অমিত শাহ
৪ লক্ষ ২৪ হাজার কোটি টাকা বাংলার জন্য পাঠিয়েছে মোদী সরকার, কিন্তু আপনাদের কাছে পৌঁছেছে কি? : রামপুরহাটে অমিত শাহ
মমতাদিদি আদৌ বাংলার জন্য কিছু করেছেন কি? শুধু দলের গুণ্ডাদের বাড়বাড়ন্ত হয়েছে: রামপুরহাটে অমিত শাহ
এই মমতা সরকার আর আগের কমিউনিস্ট সরকারের মধ্যে কি আদৌ কোনও পার্থক্য আছে? : রামপুরহাটে অমিত শাহ
বাংলার বিকাশ এই আমলে স্তব্ধ: রামপুরহাটে অমিত শাহ
মমতা সরকার সিন্ডিকেটের মাধ্যমে গরিবদের শোষণ করছে: রামপুরহাটে অমিত শাহ
আদিবাসীদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা: রামপুরহাটে অমিত শাহ
২০২২ সালের মধ্যে প্রত্যেক আদিবাসী ভাইবোনরা বাড়ি পাবেন: রামপুরহাটে অমিত শাহ
আদিবাসীদের জন্য ৬০হাজার কোটি টাকার প্রকল্প করছে মোদী সরকার: রামপুরহাটে অমিত শাহ
আদিবাসী সমাজের কল্যাণের জন্য অনেক উদ্যোগ নিয়েছে, স্কুল বানিয়েছেন মোদীজি: রামপুরহাটে অমিত শাহ
গরিবদের জন্য মোদী সরকার প্রচুর কাজ করেছেন: রামপুরহাটে অমিত শাহ
দেশ জুড়ে রব উঠেছে, ফের একবার মোদীর নেতৃত্বেই দেশে সরকার হবে: রামপুরহাটে অমিত শাহ
এই রবই বলে দিচ্ছে দেশে ফের ক্ষমতায় মোদী আসছেন: রামপুরহাটে অমিত শাহ
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-সর্বত্রই মোদী মোদী রব: রামপুরহাটে অমিত শাহ
....
কল্যাণ চৌবের জন্য মমতাদিদির ঘুম উড়ে গিয়েছে: কৃষ্ণনগরে অমিত শাহ
এটি সন্ত্রাস বনাম গণতন্ত্রের লড়াই: কৃষ্ণনগরে অমিত শাহ়
এখন একটা আওয়াজ, সর্বত্র 'মোদী মোদী': কৃষ্ণনগরে অমিত শাহ
মোদী দেশের নিরাপত্তা সুরক্ষিত করেছে: কৃষ্ণনগরে অমিত শাহ
আতঙ্কবাদীদের উচিত শিক্ষা দিয়েছে এই সরকার: কৃষ্ণনগরে অমিত শাহ
বায়ুসেনা পাকিস্তানের ঘরে ঢুকে ওদের শেষ করেছে: কৃষ্ণনগরে অমিত শাহ
রাহুল, কমিউনিস্ট, মমতাদিদি-সবাই এক সুরে কথা বলছে: কৃষ্ণনগরে অমিত শাহ
সন্ত্রাসবাদীরা গুলি মারলে, আমরা গোলা মারব: কৃষ্ণনগরে অমিত শাহ
তৃণমূল মানে টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি: কৃষ্ণনগরে অমিত শাহ
ক্ষমতায় এলে গুণ্ডারাজ, ঘুষকোরদের উচিত শিক্ষা দেব: কৃষ্ণনগরে অমিত শাহ
মোদীর সরকার ঘর দিয়েছে, গ্যাস, আলো দিয়েছে, শৌচালয় দিয়েছে: কৃষ্ণনগরে অমিত শাহ
১৩৩ প্রকল্প এনেছেন গরিব মানুষের জন্য। মমতাদি এই যোজনা আপনাদের কাছে পৌঁছাতে দিচ্ছেননা। মমতা সরকারের ট্রান্সফরমার জ্বলে গিয়েছে: কৃষ্ণনগরে অমিত শাহ
আমি যেখানে যাচ্ছি, সেখানেই পিছু পিছু সভা করছেন মমতা: কৃষ্ণনগরে অমিত শাহ
একই দেশে দুজন প্রধানমন্ত্রী চায় ওরা: কৃষ্ণনগরে অমিত শাহ
বাংলাদেশ থেকে যেসব হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান শরণার্থীরা এসেছেন, তাঁরা ভয় পাবেন না। তাদের নাগরিকত্ব দিতে আমরা বদ্ধপরিকর: কৃষ্ণনগরে অমিত শাহ
NRC বাস্তবায়িত হবেই: কৃষ্ণনগরে অমিত শাহ
বাংলার জন্য কী করেছেন হিসাব দিন মমতাদিদি: অমিত
আপনার ভাইপোর সম্পত্তি, অন্যান্য এমপিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে, বাংলার সম্পত্তি বাড়েনি কেন?: অমিত
]
ধূলাগড়ে যে দাঙ্গা হয়েছে, সেখানে ওখানকার এমপি দাঁড়িয়ে থেকে দাঙ্গা বাঁধিয়েছেন: অমিত
উলুবেড়িয়াতে এমপি বলেছেন, 'জয় শ্রী রাম' বলা যাবে না। আমার প্রশ্ন কেন বলা যাবে না? : অমিত
সিপিএম এবং কংগ্রেস তৃণমূলকে হারাতে পারবে না। সিপিএম কিংবা কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া। কেবল বিজেপিকেই ভোট দিন: অমিত
পঞ্চায়েত নির্বাচনে ৩৭ শতাংশ মানুষ ভোট দিতে পারেননি: অমিত
সবাই মিলে ভোট দিতে যান। বাহিনী আপনাদের সঙ্গে রয়েছে : অমিত
১৫০ আসনে নির্বাচন হয়ে গেছে। কিন্তু বুথ দখল কেবল বাংলাতেই হয়েছে: অমিত
সেটা দেখেই নির্বাচন কমিশন নতুন ভাবে ভোট করাচ্ছে : অমিত
আমাদের তিন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয় ও সুকান্ত মুজমদারের ওপর ইতিমধ্যেই হামলা হয়েছে: অমিত
বারাকপুরে ফাল্গুনীর ওপর হামলা হয়েছে। কিন্তু তিনি খুব ভালো লড়াই করেছেন: অমিত
বাংলায় সব থেকে বেশি গুরু পাচার হয়: অমিত
আমাকে বাংলায় ২৩টির বেশি আসন দিন। আমরা ৯০ দিনে বাংলায় সিন্ডিকেট রাজ ধ্বংস করব: অমিত
আমরা নাগরিকত্ব বিলের ওপরই বিশেষ জোর দিচ্ছি: অমিত
কোনও শরণার্থীদের ভয় পাওয়ার প্রয়োজন নেই: অমিত
ইমামদের ভাতা বাড়িতে দিলেন, পূজারিদের কেন দিলেন না? : অমিত
ইসলামপুর উর্দু শিক্ষক ইস্যুতে আমাদের দুজন কর্মী নিহত হলেন: অমিত
৪,২৪,০০০ কোটি টাকা পাঠিয়েছিলেন মোদী, আপনাদের কাছে পৌঁছয়নি। তৃণমূল খেয়ে ফেলেছে: অমিত
পুলওয়ামাতে ৪০ জন জওয়ান শহিদ হলেন। মোদী বদলা নিলেন। মমতা বললেন কেন বোমা মারলেন?
মমতাদিদি বলেন আতঙ্কবাদীদের সঙ্গে নাকি আলোচনা করতে, আমরা করব না: অমিত
মমতাদিদি কখনই কাশ্মীর থেকে ৩৭০ সরাতে দেবেন না: অমিত
আপনারা কংগ্রেস, তৃণমূল, সিপিএমকে সুযোগ দিয়েছেন, বিকাশ হয়নি। এবার মোদীজিকে সুযোগ দিন। পাঁচ বছরে সোনার বাংলা করে ফেরত দেবে: অমিত