বাংলার প্রার্থী তালিকা নিয়ে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি, থাকছেন রাজ্যের ৪ নেতা

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। পুরোটাই রাজ্য নেতাদের ওপরে ছেড়ে দেওয়া হয়নি

Updated By: Mar 11, 2019, 08:46 AM IST
বাংলার প্রার্থী তালিকা নিয়ে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি, থাকছেন রাজ্যের ৪ নেতা

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে রবিবার। এবার পশ্চিমবঙ্গে দলের প্রার্থী তালিকা চুড়ান্ত করতে উদ্যোগ নিল বিজেপি।

আরও পড়ুন-সংখ্যালঘুদের ভোটদান রুখতে সাত দফায় ভোট, দাবি ফিরহাদের

আজ সোমবার দিল্লিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রার্থী তলিকা নিয়ে আলোচনায় বসছেন রাজ্য বিজেপির নেতারা। ওই বৈঠকে থাকবেন অমিত শাহ ও কৈলাশ বিজয়বর্গীয়। থাকছেন দিলীপ ঘোষ সহ রাজ্যের ৪ শীর্ষ নেতা।

বিজেপি সূত্রে খবর, আজ সন্ধ্যে সাড়ে সাতটার পর দিল্লিতে বিজেপির সদর দফতরে ওই বৈঠক হবে। ইতিমধ্যেই প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকা ধরেই কাটাছেঁড়া করা হবে বলে মনে করা হচ্ছে। করা হবে প্রয়োজনীয় দরকষাকষি। এনিয়ে স্বাভাবিকভাবেই রাজ্য নেতাদের মতামতও নেওয়া হবে।

আরও পড়ুন-দেশে এই প্রথম, অনন্তনাগ লোকসভা আসনে ভোট নেওয়া হবে মোট ৩ দফায়

সম্প্রতি দেশের তিন রাজ্যে ক্ষমতা হারানোর পর কিছুটা অস্বস্তিতে বিজেপি। সেকথা মাথায় রেখেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ওপরে জোর দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। পুরোটাই রাজ্য নেতাদের ওপরে ছেড়ে দেওয়া হয়নি। এনিয়ে প্রাথমিকভাবে একটা আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

.