Desh Bachao Ganamanch: 'গণতন্ত্র বাঁচাও', জেলায় জেলায় ঘুরে মোদী বিরোধী প্রচারে বুদ্ধিজীবীরা
তাদের প্রথমদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলার একাধিক বিশিষ্টজনেরা। ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, কবি প্রতুল মুখোপাধ্যায়, সহ মনোজ মিত্র, পূর্ণেন্দু বসু, সমীর পুততুণ্ড, অনন্যা চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, দোলা সেন, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী, প্রমুখ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশকে বাঁচতে মোদীকে সরাতে হবে। অন্তত রাজ্যের একাংশ বুদ্ধিজীবীরা সরব। বৃহস্পতিবার এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। ‘নো ভোট টু বিজেপি’ স্লোগানকে সামনে রেখেই পথে নেমেছেন তারা। তাদের অভিযোগ, আরএসএস-বিজেপি ফ্যাসিস্ট রাজ কায়েম করতে চাইছে। প্রথমে দেশ বাঁচাও গণমঞ্চ মোদী হটাও কনভেনশনের আয়োজন করেছিলেন।
তাদের প্রথমদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলার একাধিক বিশিষ্টজনেরা। ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, কবি প্রতুল মুখোপাধ্যায়, সহ মনোজ মিত্র, পূর্ণেন্দু বসু, সমীর পুততুণ্ড, অনন্যা চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, দোলা সেন, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী, প্রমুখ। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ গড়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই ছুটে যাচ্ছেন এরা। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বালিতে গণমঞ্চের তরফে এক অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে মিলিত হন তাঁরা।
কীভাবে বিজেপি তথা মোদীর জমানায় সর্বস্তরে ভারতের বিপর্যয় নেমে এসেছে তা তথ্য দিয়ে তুলে ধরেন। কেন বিজেপিকে একটি ভোটও নয় তাও মানুষকে বুঝিয়ে বলেন তাঁরা। বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালকে ব্যবহার করে দৈনন্দিন রাজ্য চালনায় বাধা সৃষ্টি করছে বিজেপি। আর সেই কারণে বিজেপিকে কিছুতেই নিজের স্বার্থ চরিতার্থ করতে দেওয়া যাবে না। বিজেপি জিতলে ক্ষতি দেশের মানুষের। আর তাই বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পথে নেমেছেন তারা।
আরও পড়ুন, Bengali Nababarsha: আবির-সাবিরের তৈরি হালখাতাতেই নববর্ষের পুজো...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)