Mamata Banerjee: 'মমতা নামটা আমার নিজেরই পছন্দের নয়, আর বিজেপি চুরি করছে!'

West Bengal Lok Sabha Election 2024: গেরুয়া শিবির একটি বিজ্ঞাপন দিয়েছে যেখানে একটি চরিত্র রাখা হয়েছে, যার নাম মমতা। তা নিয়েই এদিন তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। মমতা জনসভায় বলেন, 'আমার নিজের নাম আমার পছন্দ নয়। অনেক বার বলেছি বাড়িতে, আর নাম খুঁজে পেলে না!’ 

Updated By: May 15, 2024, 04:34 PM IST
Mamata Banerjee: 'মমতা নামটা আমার নিজেরই পছন্দের নয়, আর বিজেপি চুরি করছে!'
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বিজেপির বিরুদ্ধে নাম চুরির অভিযোগ আনলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে একটি বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে আক্রমণ করছিলেন মমতা। গেরুয়া শিবির একটি বিজ্ঞাপন দিয়েছে যেখানে একটি চরিত্র রাখা হয়েছে, যার নাম মমতা। তা নিয়েই এদিন তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘আমার নাম ব্যবহার করে বিজ্ঞাপন করছে। আর নাম পায়নি খুঁজে। সে তার মাকে বলছে, চল মোদীকে ভোটটা দিয়ে আসি । আমা র বাড়িতে জল দিয়েছে। ঘেঁচু দিয়েছে। উনি জলটা দেননি। জলটা আমরা দিয়েছি।আর নামটা নাকি আমার! একটু লজ্জাও করে না!’ 

আরও পড়ুন, Mamata Banerjee: 'মোদী একটা 420, ওঁর হাতের পুতুল নির্বাচন কমিশন!'

মমতা জনসভায় বলেন, 'আমার নিজের নাম আমার পছন্দ নয়। অনেক বার বলেছি বাড়িতে, আর নাম খুঁজে পেলে না!’ বিজেপি এইসব বিজ্ঞাপন করার টাকা কোথা থেকে পাচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 'সব চুরির টাকা। দেশের টাকা লুটেছে। ১০০ দিনের কাজের টাকা দেয়নি, পকেটে ভরেছে। সেই টাকা দিয়েই আজ বিজ্ঞাপন করে বেড়াচ্ছে।'

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘রোজ বলছে যে তৃণমূল কংগ্রেস চোর! কোথায় চুরি করেছে? কোথায় প্রমাণ? হাওয়া তুলে দিলেই হল! আমি মানহানির মামলা করতে যাচ্ছি। প্রত্যেকদিন সংবাদমাধ্যমে উল্টোপাল্টা কথা বলা! এবার আমি নিজে মামলা করতে যাচ্ছি’। মমতা আরও বলেন, 'প্রকাশক-প্রচারক নেই, সেই কাগজগুলো টাকা পাচ্ছে, আর ছেপে দিচ্ছে। আমি ছাড়বার পাত্রী নই। আমি এ বার আঁটসাঁট করে ধরব। আমার নামে প্রমাণ নেই, তথ্য নেই আর চোর বানিয়ে দিল! আমি কারও পয়সায় এক কাপ চা-ও খাই না। তাকে বলছে চোর।'

অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সকেত গোখেল, সাগরিকা ঘোষ। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়। সেখানেই অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে।

আরও পড়ুন, WB Uccha Madhyamik Result 2024: স্বপ্নপূরণ? গরিব পরিবারের মেয়ে উচ্চ মাধ্যমিকে ব্লকে প্রথম! নার্স হতে চায় সে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.