তেলিনিপাড়ায় ঘটনায় জামিন পেলেন বিজেপি সাংসদ লকেট

ভদ্রেশ্বর তেলিনিপাড়ার ঘটনায় একাধিক অভিযোগ আনা হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে।

Updated By: Jun 11, 2020, 10:45 PM IST
তেলিনিপাড়ায় ঘটনায় জামিন পেলেন বিজেপি সাংসদ লকেট

নিজস্ব প্রতিবেদন : জামিন পেলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সাংসদের জামিন মঞ্জুর করল চুুঁচুড়া আদালত।

গত ১৫ মে চুুঁচুড়া মহিলা থানায় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। মূলত ভদ্রেশ্বর তেলিনিপাড়ার ঘটনায় প্ররোচনা, উস্কানি, পুলিসের ব্যারিকেড ভেঙে সংঘর্ষের জায়গায় যাওয়ার চেষ্টা সহ একাধিক অভিযোগ আনা হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে।

এরপর গত ৫ জুন মহিলা থানায় গিয়ে পুলিসের দেওয়া  ৪১এ নোটিসের জবাব দেন বিজেপি সাংসদ। লকেটের আইনজীবী শিবাজী দাস জানিয়েছেন, বৃহস্পতিবার চুুঁচুড়া আদালতের সেশন জাজ শুভেন্দু সাহার কাছে আগাম জামিনের আবেদন করেন লকেট চট্টোপাধ্যায়। শুনানির পর বিচারক সাংসদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন, 'NRS থেকে গোপনে পাচার হচ্ছে করোনায় মৃতদের দেহ!' ভুয়ো ভিডিয়ো ঘিরে তোলপাড় হতেই লালবাজারে FIR

আরও পড়ুন, দেশে প্রথম, কলকাতায় ভেন্টিলেশনে থাকা সঙ্কটজনক করোনা রোগীর শরীরে প্লাজমা ট্রায়াল শুরু 

.