Jaynagar Incident: ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! দেহ ফিরতেই 'রাত পাহারা'য় জয়নগর....
Jaynagar Incident: হাইকোর্টের নির্দেশে জয়নগরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত হল কল্যাণীর JNM হাসপাতালে। কবে? আজ, সোমবার। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের কথা বলা হয়েছে। এরপর রাতে দেহ যখন গ্রামে পৌঁছয়, তখন কান্না ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতভর দেহ রাখা থাকবে বাড়িতেই। কাল, মঙ্গলবার সকালে গ্রামে ঘুরিয়ে বাড়ির কাছাকাছি কোনও জায়গায় দেহ সমাধিস্থ করা হবে বলে খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলারা সঠিক কাজ করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুক, এটাও কি দুর্ঘটনা? দুর্ঘটনার সংজ্ঞা কি'? জয়নগরকাণ্ডে এবার মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু। বললেন, 'রাজ্যে তো মাদক বিক্রি বেড়েছে। ২০ টাকায় পাউচ খাও আর বুদ হয়ে থাকো।। এটাই তো রাজ্যের শাসন ব্যবস্থার নমুনা'।
ঘটনাটি ঠিক কী? ন'বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন! ক্ষোভে ফুঁসছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। দোষীদের ফাঁসির দাবিতে এবার পথে নামলেন স্থানীয় মহিলারা। প্রদীপ জ্বালিয়ে চলল বিক্ষোভ। শুধু তাই নয়, আরজি কাণ্ডের প্রতিবাদে 'রাত দখলে'র ধাঁচেই 'রাত পাহারা'র ডাক দিলেন জয়নগরের মহিলারাও।
হাইকোর্টের নির্দেশে জয়নগরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত হল কল্যাণীর JNM হাসপাতালে। কবে? আজ, সোমবার। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের কথা বলা হয়েছে। এরপর রাতে দেহ যখন গ্রামে পৌঁছয়, তখন কান্না ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতভর দেহ রাখা থাকবে বাড়িতেই। কাল, মঙ্গলবার সকালে গ্রামে ঘুরিয়ে বাড়ির কাছাকাছি কোনও জায়গায় দেহ সমাধিস্থ করা হবে বলে খবর।
এদিকে ৫৮ দিনে পর আরজি কর কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। সূত্রে খবর, আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত একজন-ই, সঞ্জয় রায়। এই মর্মেই চার্জশিট জমা পড়েছে শিয়ালদহ কোর্টে। ডিআইএফ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায় বলেন, 'সিবিআই এর ট্রাক রেকর্ড একদম ভালো নয়। আমরা ভরসা রাখতে চাই। কিন্তু মানুষ কতদিন ভরসা রাখবে জানি না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)