বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জেনে নিন কোন রুটে চলবে কত ট্রেন

ট্রেন চলবে পুরনো সময়সূচি মেনেই  

Updated By: Nov 8, 2020, 10:29 PM IST
বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জেনে নিন কোন রুটে চলবে কত ট্রেন

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ টানাপোড়েনের পর আগামী বুধবার থেকে রাজ্যে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন। ধাপে ধাপে তা বাড়ানো হবে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে শিয়ালদহ সেকশনে আপাতত চালানো হবে ৪১৩ ট্রেন। পাশাপাশি হাওড়া ডিভিশনে চলবে ২০২ ট্রেন। শিয়ালদহ উত্তর শাখায় চলবে ২৭০টি ট্রেন ও দক্ষিণ শাখায় চলবে ১৪৩টি ট্রেন। ট্রেন চলবে পুরনো সময়সূচি মেনেই।

আরও পড়ুন-'সবসময় পাশে আছি', মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মদক্ষের স্মরণসভায় আশ্বাস শুভেন্দুর

পূর্ব রেলের তরফে জানান হয়েছে কোন সেকশনে  চলবে কত ট্রেন

শিয়ালদহ উত্তর

শিয়ালদহ-কৃষ্ণনগর-২২,শিয়ালদহ-নৈহাটি-২৪,শিয়ালদহ-রানাঘাট-১০,শিয়ালদহ-হাসনাবাদ-২৬,শিয়ালদহ-বারাসাত-৮,শিয়ালদহ-শান্তিপুর-১৪, শিয়ালদহ-কল্যাণী-১৪, শিয়ালদহ-ব্যারাকপুর-১৮, শিয়ালদহ-ডানকুনি-৩২, শিয়ালদহ-রানাঘাট-২৪, রানাঘাট-বনগাঁ-১৭, শিয়ালদহ-বনগাঁ-৩৯, বনগাঁ-দমদম-৭, মাঝেরহাট-শিয়ালদহ-২

শিয়ালদহ দক্ষিণ

শিয়ালদহ-বজবজ-২৭, শিয়ালদহ-লক্ষ্মীকান্তুপুর-২১, শিয়ালদহ-ডায়মন্ডহারবার-২৪, শিয়ালদহ-ক্যানিং-৩১, শিয়ালদহ-সোনারপুর-১৯, শিয়ালদহ-বারুইপুর ২১

আরও পড়ুন-'হাত-পা ভাঙবে...সোজা শ্মশানে যেতে হবে', তৃণমূল নেতৃত্বকে হুমকি দিলীপের

অন্যদিকে হাওড়া ডিভিশনে চলবে ২০২ ট্রেন

হাওড়া-ব্যান্ডেল-৩৮, হাওড়া-তারকেশ্বর-গোঘাট-১০, হাওড়া-কাটোয়া-১২, ব্যান্ডেল-কাটোয়া-৮, হাওড়া-তারকেশ্বর-১৯, হাওড়া-বর্ধমান মেইন-২০, হাওড়া-বর্ধমান কর্ড-২২, ব্যান্ডেল-নৈহাটি-১৮, হাওড়া-বারুইপাড়া-২, হাওড়া-মশাগ্রাম-৪, হাওড়া-হরিপাল-২, হাওড়া-শ্রীরামপুর-৬, হাওড়া-পান্ডুয়া-২, ব্যান্ডেল-পান্ডুয়া-১, বর্ধমান-বলগোনা-৮, হাওড়া-চন্দনপুর-৪, হাওড়া-গুড়াপ-২, হাওড়া-শেওড়াফুলি-১৪, হাওড়া-বেলুড়-৪, হাওড়া-সিঙুর-৪, ব্যান্ডেল-বালি-২

হাওড়া-মেদিনীপুরের মধ্যে ১৩, হাওড়া-পাঁশকুড়ার মধ্যে ৮ ট্রেন চলবে। সাঁতরাগাছি-পাঁশকুড়া, হাওড়া-আমতা, শালিমার-মেচেদা, সাঁতরাগাছি-মেচেদা, মেচেদা-দিঘা, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-দিঘা, হাওড়া-খড়্গপুর. হাওড়া-হলদিয়া, হাওড়া-মেচেদার মধ্যেও লোকাল ট্রেন চালু হবে।

.