Balurghat: ভাঙা কালভার্ট ভাসাচ্ছে চাষের জমি, রাস্তা অবরোধ এলাকাবাসীর

অভিযোগ কালভার্টটি বেহাল থাকার কারণে প্রতিবছর বন্যার সময় কালভার্ট দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কালভার্টের। এই নিয়ে প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

Updated By: Jan 19, 2024, 02:35 PM IST
Balurghat: ভাঙা কালভার্ট ভাসাচ্ছে চাষের জমি, রাস্তা অবরোধ এলাকাবাসীর
নিজস্ব চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বালুরঘাট গঙ্গারামপুর রাজ্য সড়কের উপর নয়াবাজার মোড়ে দীর্ঘদিন ধরে বেহাল কালভার্ট, ভোগান্তিতে যাত্রীরা। সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নিচ্ছেনা প্রশাসন। এই রকমই অভিযোগ তুলে এবার রাস্তা অবরোধে এলাকার বাসিন্দারা। অভিযোগ বহুবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনও কাজ। যতবারই কালভার্টের সমস্যা দেখা দেয় ততবার রিপেয়ারিং এর কাজ করে। আর এই কারণেই এবার স্থায়ী সমস্যার সমাধানে দাবি নিয়ে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ শুরু করেছে শুক্রবার দিন সকাল থেকে।

আরও পড়ুন: Belda: কপালে ক্ষতচিহ্ন, রেল লাইনের ধারে উদ্ধার বস্তাবন্দি দেহ! তীব্র চাঞ্চল্য...

প্রশাসনের দায়সারা মনোভাবের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। যার জেরে বন্ধ হয়ে যায় যানচলাচল। শুক্রবার ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার এলাকায়। অবিলম্বে নতুন কালভার্টের দাবিতে অনড় গ্রামবাসীরা। প্রসঙ্গত গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার রাজ্য সড়কে নয়াবাজার ১ নম্বর মোড়ে রয়েছে একটি কালভার্ট। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে কালভার্টটি। যখনই কালভার্টের কোনও সমস্যা দেখা দেয় তখন রিপিয়ারিং-এর কাজ হয় এবং তা ঠিক করতে না করতে আবার সমস্যা শুরু হয় পুরাতন এই কালভার্টে।

আরও পড়ুন: Digha: দিঘায় রসনাবিলাস! সমুদ্রস্নানের ফাঁকে হরেক মাছের ফ্রাইয়ে কামড়...

অভিযোগ কালভার্টটি বেহাল থাকার কারণে প্রতিবছর বন্যার সময় কালভার্ট দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কালভার্টের। এই নিয়ে প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

এলাকাবাসীদের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে কালভাটটি বেহাল থাকার ফলে নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা। যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হয় পথ চলতি মানুষদের। এই অবস্থায় শুক্রবার গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের নয়াবাজার এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। যার জেরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিস। এলাকাবাসীদের দাবি অবিলম্বে নতুন কালভার্ট তৈরি করতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.