Bardhaman News: লোনের টাকা হাতিয়ে শ্রীঘরে স্বামী-স্ত্রী...

Bardhaman News: অন্যের নামে লোন করিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন আগে মহিলার স্বামীকেও গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিস।

Updated By: Mar 14, 2024, 09:15 PM IST
Bardhaman News: লোনের টাকা হাতিয়ে শ্রীঘরে স্বামী-স্ত্রী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্যের নামে লোন করিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন আগে মহিলার স্বামীকেও গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিস। বৃহস্পতিবার তাঁদের বর্ধমান আদালতে তোলা হয়।

ধৃত মহিলার নাম শুকতারা বিবি ওরফে শুকতারা বিবি সেখ ও তাঁর স্বামীর নাম হানিফ সেখ। দুজনেরই বাড়ি মেমারি শহরের সুলতানপুরে।

আরও পড়ুন: Women Trafficking: ঘটকালির আড়ালে মেয়ে পাচার! কাশ্মীর পুলিসের হাতে গ্রেফতার বাংলার মহিলা

স্থানীয়রা মেমারি সুলতানপুরের বাসিন্দা শুকতারা বিবির নামে অভিযোগ তোলেন। তারা বলেন, শুকতারা বিবি বেশ কয়েকজন মহিলাকে ভুল বুঝিয়ে তাদের নাম ও নথি ব্যবহার করে। এবং বিভিন্ন বেসরকারী লোন প্রদানকারী সংস্থার কাছ থেকে প্রায় এক কোটি টাকারও বেশি লোন নেন। যার কিছু অংশ প্রকৃত গ্রাহকদের দেওয়া হলেও বাকি অর্থ সে নিজেই আত্মসাৎ করে বলে অভিযোগ। 

প্রথম কয়েক মাস সময় মত কিস্তির টাকা জমা দিলেও হঠাৎ করে কিস্তি টাকা দেওয়া বন্ধ করে দেন। লোন প্রদানকারী সংস্থার মাসিক কিস্তি পরিশোধ না হওয়ায় সংস্থার আধিকারিকরা গ্রাহকদের ঋণ পরিশোধ করার জন্য চাপ দিতে থাকে, এরপরেই প্রকাশ্যে আসে বিষয়টি। 

আরও পড়ুন: HS Exam 2025: উচ্চমাধ্যমিকে এবার একেবারে নতুন সিলেবাস! সঙ্গে পাল্টাল পদ্ধতিও...

ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রতারিত মহিলারা শুকতারা বিবি বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। কিন্তু শুকতারা বিবি ও তাঁর স্বামী শেখ হানিফের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেননি। ঘটনার কথা জানিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার মহিলারা। 

তদন্তে নেমে ১০ই মার্চ শেখ হানিফকে গ্রেফতার করে পুলিস এবং বুধবার  শুকতারা বিবিকে গ্রেফতার করে মেমারি থানার পুলিস। বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.