18 May 2018, 08:00 AM
# রাজ্যের ২০টি জেলা পরিষদেরই দখল নিল তৃণমূল। গণনা চলছে।
# সোনারপুরের খোয়াদহে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা
18 May 2018, 00:00 AM
#জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েতের আসন ভিত্তিক চূড়ান্ত ফলাফল
মোট আসন-১৩৪৭। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে- ১২৩১টি আসনে। তৃণমূলের দখলে-৮০৬টি আসন। ৩০৮টি আসন জিতে দ্বিতীয় স্থানে বিজেপি। সিপিআই (এম) ও সিপিআই-এর ঝুলিতে গিয়েছে যথাক্রমে ৫১ ও ১টি করে আসন। কংগ্রেস পেয়েছে মোট ২০টি আসন। ফরোয়ার্ড ব্লক ও আরএসপি পেয়েছে যথাক্রমে ৪টি ও ২টি করে আসন। নির্দল প্রার্থীদের ঝুলিতে - ৩৫টি আসন। অন্যান্যদের দখলে ৩টি আসন। উল্লেখ্য, মালের ১টি আসনে ভোট হয়নি।
17 May 2018, 23:15 PM
তৃণমূলের ঝুলিতে এখনও পর্যন্ত ৯ জেলা পরিষদ
রাত ১১টা পর্যন্ত হওয়া গণনার ভিত্তিতে তৃণমূল জিতেছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দঃ ২৪ পরগনা এবং হুগলি জেলা পরিষদ।
17 May 2018, 21:30 PM
#মুখ খুললেন মমতা
পঞ্চায়েতের ফল প্রকাশের দিন সন্ধ্যায় নরেন্দ্র মোদী ও বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, পঞ্চায়েত ভোটে বাংলাদেশ, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজের সাংবিধানিক পদ ভুলে গিয়ে বিজেপি কর্মীদের মুখের কথায় রাজ্যতালিকাভূক্ত আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেছেন। এমন কথা তাঁর মুখে মানায় না। পঞ্চায়েত ভোটে তৃণমূলের অনেক কর্মী প্রাণ হারিয়েছেন। কিন্তু বিজেপি কর্মীদের প্রাণ হারাতে হয়নি। তৃণমূল কর্মীরাই তাঁদের জীবন দিয়ে রক্ষা করেছে।
এ দিন পঞ্চায়েতে তৃণমূলের এই জয়কে ‘মানুষের জয়’ বলেও আখ্যা দেন মুখ্যমন্ত্রী।
17 May 2018, 19:15 PM
#পঞ্চায়েত নিয়ে মন্তব্য করায় কেন্দ্রকে তুলধোনা মমতার
অকারণে কুত্সা ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীকে পাল্টা তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও অভিযোগ, মাওবাদীদের সঙ্গে নিয়ে রাজ্যে অপারেশন চালাচ্ছে বিজেপি। অনেক জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে আসতে চেয়েছে। এই জয় মানুষের জয়।
17 May 2018, 18:30 PM
#পুরুলিয়ায় পরাজয়ের মুখে জোড়া ফুল
পুরুলিয়ার আড়সা, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২, বাঘমুণ্ডী, বড়াবাজারে বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস।
17 May 2018, 18:30 PM
#পুরুলিয়ায় ফল খারাপ তৃণমূলের
রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠলেও পুরুলিয়ায় তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ৫টি পঞ্চায়েত সমিতির আসন। হারের মুখে তৃণমূলের বিদায়ী জেলাসভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলে সুদীপ মাহাতো। সুদীপ বলরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন।
17 May 2018, 18:00 PM
# নদিয়ার কৃষ্ণগঞ্জে আপাতত বন্ধ ভোটগণনা। মাজদিয়ার গণনা কেন্দ্রে বোমাবাজি। সেকটর অফিসার, অবজার্ভারের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্য়াস ছোড়ে পুলিস। গুলিবিদ্ধ এক গ্রামবাসী।
17 May 2018, 14:30 PM
# বাঁকুড়ার ৫টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে
পুড্ডি, সারেঙ্গা বিক্রমপুর, সিমলাপাল বিক্রমপুর, কেঞ্জাকুড়া, মানকালী গ্রাম পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে।
17 May 2018, 14:00 PM
# জেলা গঠনের পর প্রথমবার পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস
17 May 2018, 13:45 PM
# ভোটগণনাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের মেখলিগঞ্জ
কোচবিহারের মেখলিগঞ্জে ভোটগণনা কেন্দ্রের পাশের বাড়িতে হামলা দুষ্কৃতীদের। পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিস
17 May 2018, 13:00 PM
উত্তর ২৪ পরগনায় গণনাকর্মীদের ওপর চাপসৃষ্টির অভিযোগ। জেলাশাসক ও পুলিস সুপারকে ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন
17 May 2018, 12:45 PM
# নদিয়ার কৃষ্ণগঞ্জে গণনা কেন্দ্রে ছাপ্পার অভিযোগে বন্ধ ভোটগণনা
17 May 2018, 12:30 PM
পূর্ব বর্ধমানের ভাতারের ভোটের ফলাফল
* নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের ১৮ টি আসনই দখল করল তৃণমূল কংগ্রেস।
* বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৮টি আসনে ও নির্দল জিতেছে একটি আসন ।
* বড়বেলুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১০ টি আসনের মধ্যে ৯ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস, একটি আসনে জয়ী সিপিএম।
* ভাতার গ্রাম পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ১৩ টি আসনে, বিজেপি ও সিপিএম জিতেছে ৩ টি করে আসন,নির্দল পেয়েছে ২টি আসন।
* বলগোনা গ্রাম পঞ্চায়েত ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী ১৪ টি আসনে, ৩টি আসনে জয়ী নির্দল।
17 May 2018, 12:30 PM
# রানিগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃনমূল
17 May 2018, 12:30 PM
# পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জিতল তৃণমূল কংগ্রেস
17 May 2018, 12:15 PM
# নদিয়ার ফুলিয়ায় ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ। ব্যালট বক্স ছিনতাই করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। পুলিস বাধা দিয়ে আটকে দেয়, লাঠিচার্জ করে।
17 May 2018, 12:15 PM
# ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে জয়ী জেলবন্দি আরাবুল ইসলাম
17 May 2018, 12:15 PM
# বীরভূমের মল্লারপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। পুলিসের লাঠিচার্জ
17 May 2018, 12:00 PM
# জলপাইগুড়ির মালবাজারে তৃনমূলের বিজয় উল্লাস
17 May 2018, 12:00 PM
# বারাবনির ইটাপাড়া পঞ্চায়েত তৃণমুলের দখলে
17 May 2018, 12:00 PM
# হুগলির আরামবাগে ছাপ ফেলল নির্দল প্রার্থীরা
আরামবাগের আরাণ্ডির তিনটি আসন - সিয়ারা, রাগপুর, গোবরায় জয়ী নির্দল প্রার্থীরা
17 May 2018, 11:45 AM
# রানিগঞ্জের আমড়াসোতা ফের নিজেদের দখলে রাখল বাম ফ্রন্ট । ভোটগ্রহণের দিন এখানেই গুলি,বোমা চলেছিল । বহিরাগতদের প্রতিরোধ করেছিলেন গ্রামবাসীরা ।
17 May 2018, 11:45 AM
# পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে
17 May 2018, 11:45 AM
# গণনাকেন্দ্রে হাতাহাতি
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে গণনাকেন্দ্রে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হাতাহাতি। ভাঙচুর কাউন্টার, ব্যালট ছড়ানোর অভিযোগ।
17 May 2018, 11:45 AM
# দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে হোয়াটসআপে জমা দেওয়া মনোনয়নের ৮টি আসনের মধ্যে ৫টি আসনে জয়ী নির্দল প্রার্থীরা।
17 May 2018, 11:30 AM
# ময়ুরেশ্বরে জয়ী দুধকুমার
ময়ুরেশ্বর পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হলেও জয় পেলেন দুধকুমার মণ্ডল ।
17 May 2018, 11:30 AM
# সালানপুরে ঘাসফুলের জয়জয়কার
* এথোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলেরর দখলে । ৫টি আসনের ৩টি আসনে জয়ী তৃণমূল, ২টি আসনে জয়ী বিজেপি।
* বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
* সালানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
* দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
# রানিগঞ্জ ব্লকের জেমারি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
# জামুড়িয়া ব্লকের হিজলগড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
17 May 2018, 11:15 AM
# জ্যাংরা-হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল
17 May 2018, 11:15 AM
# দুই মেদিনীপুরে তৃণমূলের জয়জয়কার
* গড়বেতা পিংলায় জিতল তৃণমূল।
* ঘাটাল,নন্দীগ্রামে ফুটল ঘাসফুল।
17 May 2018, 11:15 AM
# পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের গণনা কেন্দ্রে ঢোকার সময় সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দাবি বেশ কয়েকজন এজেন্ট জখম হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
17 May 2018, 11:00 AM
# ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টগ্রাম পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে ২৫টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।
17 May 2018, 11:00 AM
# জলপাইগুড়ির মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃনমূল ১৮ টি আসনে জয়ী । আজ আরও ২ টি আসনে জয় পেল তৃনমূল। একটি আসনে জিতেছে বিকাশ পরিষদ।
17 May 2018, 11:00 AM
# ভাঙড়ে জিতলেন জেলবন্দি তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিবুল
17 May 2018, 10:45 AM
# ফুটল পদ্ম
* বীরভূমের ময়ূরেশ্বরের মল্লারপুর ও মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বিজেপি
* পুরুলিয়ার বাঘমুন্ডির মাঠা পঞ্চায়েতে বিজেপির জয়
17 May 2018, 10:30 AM
# জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে ১৯ টি আসন তৃনমূলের দখলে।
# মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে বিজেপি ৩ টি, নির্দল ৪টি এবং তৃনমুল ৯ টি আসনে জিতেছে।
17 May 2018, 10:30 AM
# জলপাইগুড়ির পলিটেকনিক ইনস্টিটিউট গণনাকেন্দ্র থেকে ৪০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করল পুলিস।
#WestBengal: Police has seized 40 mobile phones from a counting centre set up at Jalpaiguri's Polytechnic Institute.#PanchayatElection pic.twitter.com/Hh2x1Df0RR
— ANI (@ANI) May 17, 2018
17 May 2018, 10:15 AM
# ঠাকুরপুকুর--মহেশতলা পঞ্চায়েত সমিতির চট্টা গ্রামপঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে ৩ টিতে গননা শেষে ১ , ১৮ ও ২২ নং আসনে তৃনমূল জয়ী। বাকী ২৩ টির মধ্যে ২১ টিতে এগিয়ে তৃনমূল ( ২ টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি)
17 May 2018, 10:15 AM
# ছাপ্পা ভোটের অভিযোগে তুফানগঞ্জে গণনা বয়কট সিপিএমের।
17 May 2018, 10:15 AM
# বারাকপুরে জয় তৃণমূলের
১ নম্বর ব্লকের চারটি পঞ্চায়েতে জয়ী তৃণমূল। শিবদাসপুর, মাঝিমাড়া পলাসি, কাপা চাকলা , জেঠিয়াতে জয়ী তৃণমূল কংগ্রেস
17 May 2018, 10:00 AM
# বারুইপুরে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, পুলিসের বাধা, লাঠিচার্জ।
17 May 2018, 10:00 AM
# পূর্ব বর্ধমানের মেমারিতে উত্তেজনা
মেমারি কলেজে গণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের মেরে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে
17 May 2018, 09:45 AM
# কোচবিহারের হলদিবাড়িতে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা । থানা ঘেরাও করে বিক্ষোভ বিরোধীদের।
17 May 2018, 09:45 AM
# নদিয়ার হাঁসখালিতে কিষাণমান্ডি গণনাকেন্দ্রে গণ্ডগোল। বিরোধীদের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
17 May 2018, 09:45 AM
17 May 2018, 09:45 AM
# বীরভূমের ময়ুরেশ্বরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল ও তাঁর পোলিং এজেন্টকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ।
17 May 2018, 09:30 AM
# উত্তর দিনাজপুরের পরগণার চোপড়ায় আক্রান্ত বিরোধীদের এজেন্টরা। বাসে করে আসার পথে তাঁরা আক্রান্ত হন।
17 May 2018, 09:30 AM
# পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের সব গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল। ১১৮টি গ্রাম পঞ্চায়েতের আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সেখানে বিরোধীরা পেয়েছে মাত্র ১৫টি ভোট।
17 May 2018, 09:30 AM
# উত্তর ২৪ পরগনার আমডাঙায় ভোট গণনা শুরু হয়েছে সকাল ৯টা থেকে।
West Bengal: Inside visuals from a counting centre in North 24 Parganas, as counting of votes for #PanchayatElection is underway pic.twitter.com/SIGOXze5ET
— ANI (@ANI) May 17, 2018
17 May 2018, 09:15 AM
# পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের পাঁইটা গ্রাম পঞ্চায়েতের প্রথম আসন জিতল তৃণমূল কংগ্রেস